টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা' রূপরেখা বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে টেকনাফে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) টেকনাফ সদরের রাজারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ-এর সমর্থনে স্থানীয় নারীদের কাছে বিএনপির নীতি ও কর্মসূচি তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান ও যুবদল নেতা জিয়াউর রহমান জিহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন ভুলু।
প্রধান অতিথি জিয়াউর রহমান জিহাদ তার বক্তব্যে নারী সমাজের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে বাদ দিয়ে দেশের উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। বিএনপি'র ৩১ দফা রূপরেখায় নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য, শিক্ষা এবং সুরক্ষার বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি রয়েছে। আমরা বিশ্বাস করি, নারী সমাজ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আব্দুল্লাহকে বিজয়ী করলে তবেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং তাদের অধিকার নিশ্চিত হবে।"
তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
বিশেষ অতিথি গিয়াস উদ্দিন ভুলু তার বক্তব্যে বলেন, দেশে এখন গণতন্ত্র নেই, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে উখিয়া টেকনাফে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহকে বিজয়ী করার মাধ্যমে খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
যুবদল নেতা আবু সিদ্দিকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জহির আহমেদ, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাছান, যুবদল নেতা মোঃ তৈয়ুব, জাবের হোসেন, মোহাম্মদুল্লাহ, মোঃ জুবায়ের, তজিল আহমেদ-সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com