
নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফের নাফ নদীর হ্নীলা চৌধুরী পাড়ার দক্ষিণ কেউড়া বাগানের নাফ নদীতে পড়ে আছে এক রোহিঙ্গা যুবকের লাশ। সে উখিয়া ক্যাম্প ১২ এর এইচ ৪ এর হেড মাঝি এরশাদ উল্লাহ ব্লকের বাসিন্দা মোহাম্মদ হোছনের ছেলে মোহাম্মদ আয়াছ (৩৪)। শুক্রবার (১৭ অক্টোবর ) সন্ধায় নিহতের ভাই মোহাম্মদ রফিক বিষয় টি নিশ্চিত করেছেন।
রফিক জানান, গত ৩/৪ দিন ধরে আমার ভাই মোহাম্মদ আয়াছ ক্যাম্প থেকে নিখোঁজ ছিল। আমরা তাকে পেতে অনেক খুঁজাখুঁজি করেছি। শেষ পর্যন্ত নাফ নদীতে মাছ শিকারে যাওয়া এক জেলে নাফ নদীতে একটি ভাসমান লাশ দেখতে পেয়েছে বলে ক্যাম্পে আমাদের খবর দিলে, আমার স্বজনেরা গিয়ে তা দেখে নিশ্চিত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ নাফ নদীতে রয়েছে। তবে জোয়ার আসার কারণে রাতে লাশ ভেসে গিয়ে স্থান পরিবর্তন হতেও পারে বলে আশঙ্কা করছেন। সরকারে কাছে অনুরোধ জানিয়েছেন তাহার ভাইয়ের লাশ নদী থেকে উদ্ধার করতে সহযোগিতা করতে।
টেকনাফ নৌ পুলিশে ইনচার্জ আতিকুল হক জানান, আমাদের পুলিশের টিম ঘটনা স্থলে যাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
Leave a Reply