নিজস্ব প্রতিবেদক
টেকনাফ, ১৮ অক্টোবর — আজ উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো Rising English Hub Teknaf। টেকনাফে ইংরেজি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় পারদর্শী করে তোলা এবং Spoken English, IELTS প্রস্তুতিসহ বিভিন্ন শিক্ষামূলক লক্ষ্যে এই উদ্যোগটি হাতে নিয়েছেন মোহাম্মদ বাহাউদ্দিন ও মুহাম্মাদ ইমরান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ বাহাউদ্দিন, পরিচালক, রাইজিং ইংলিশ হাব; এবং উপস্থিত ছিলেন মুহাম্মাদ ইমরান, পরিচালক ও লেকচারার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলম, প্রতিষ্ঠাতা, বর্ণমালা একাডেমি; আনাস, ছাত্র প্রতিনিধি, টেকনাফ; এবং মুহাম্মদ রফিক, সমাজসেবক।
অতিথিরা তাঁদের বক্তব্যে ইংরেজি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, আজকের যুগে ইংরেজি দক্ষতা অর্জন প্রতিটি শিক্ষার্থীর জন্য অপরিহার্য। তারা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজি শেখার পথে এগিয়ে যেতে।
মোহাম্মদ বাহাউদ্দিন বলেন,
“রাইজিং ইংলিশ হাবের একমাত্র উদ্দেশ্য হলো টেকনাফে ইংরেজি শিক্ষাকে প্রসারিত করা এবং শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে তোলা। ইনশাআল্লাহ, রাইজিং ইংলিশ হাবের মাধ্যমে টেকনাফে ইংরেজি শিক্ষার নতুন অধ্যায়ের সূচনা হবে।”
অনুষ্ঠানের শেষে আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণামূলক বার্তা প্রদান করা হয়।
Leave a Reply