টেকনাফ (কক্সবাজার) প্রতিননিধি।
কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মনিরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির রহস্যময় আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলাম গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার ভাঙ্গর মোড় এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি তিন সন্তানের জনক। বর্তমানে পরিবারসহ টেকনাফ পৌরসভার ইব্রাহিমের ভাড়া বাসায় বসবাস করছিলেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর ঘুমিয়ে পড়েন মনিরুল। তবে শনিবার (১৮ অক্টোবর) ভোরে তার স্ত্রী ঘুম থেকে উঠে ঘরের সিলিংয়ের বাঁশের পাইপে ঝুলন্ত অবস্থায় মনিরুল ইসলামকে দেখতে পান। তবে একজন ব্যক্তি এভাবে আত্মহত্যা করা কারণ নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনার কোন গোপন রহস্য থাকতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট যাচাই করলে হয়তো বের হতে পারে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরে মরদেহটি সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে ঘটনার আসল রহস্য জানা যাবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com