
মুরশেদ আলমের ফেসবুকের আংশিক পোস্ট হুবহু তুলে ধরা হলো-
টেকনাফ পৌরসভা টেকনাফ উপজেলার প্রায় ৩ লাখ নাগরিকের পৌরসভা, এটি সার্বজনীন। সাবেক এমপি বদি সাহেব চাইলেই পৌরভবনটি পৌরসভার মিডল পয়েন্টে করতে জায়গাটা তখন ব্যবস্থা করতে পারতেন। কিন্তু তিনি এই প্রজেক্টটি যাতে নিজের এলাকায় হয় সেজন্য স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিয়ে এই বৈষম্যটি তখনই করেছিলেন। তিনি যদি তখন জায়গাটি মিডলে ব্যবস্থা করতেন তাহলে আজ এতকিছু হতোনা। একজন এমপি হিসেবে তার সার্বজনীন সিদ্ধান্ত নেওয়া উচিৎ ছিলো।
তিনি আরও বলেন, অবশ্য তিনি গণমানুষের কথা না ভেবে নিজের কথা ভেবেছেন বলে উপজেলা মডেল মসজিদের মতো গুরুত্বপূর্ণ জিনিসটিও তার ঘরের সামনে নিয়ে গিয়েছিলেন। আদতে এই মসজিদের কোনো উপকারই টেকনাফ উপজেলার মানুষ পাবেনা।
ঠিক তেমনি পৌরভবনও তিনি এরকম নিজের এলাকায় হওয়ার জন্য তখন জায়গাটি দিয়েছিলেন তার এলাকায় সীমান্তে।
Leave a Reply