'উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ' এর অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি তাঁদের নির্ধারিত মেয়াদকালের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় সমিতির ব্যবস্থাপনায় সৃষ্ট শূন্যতা পূরণে নতুন করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) কক্সবাজার জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশে সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধন, ২০০২ ও ২০১৩) এর ১৮(৭) ধারায় ক্ষমতা বলে সমিতির সদস্যদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত পাঁচ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তী কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান। কমিটির অন্য সদস্যরা হলেন - আনোয়ার হোসাইন খান, জাহেদুল ইসলাম, শামসুল আলম এবং মোহাম্মদ জকরিয়া।
নুরুজ্জামান টেকনাফ মেরিন সিটি হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
আদেশ অনুযায়ী, এই অন্তর্বর্তী কমিটির মেয়াদ এ আদেশ জারির তারিখ হতে ১২০ (একশত বিশ) দিন পর্যন্ত বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে কমিটির সদস্যদেরকে সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধন, ২০০২ ও ২০১৩), সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ (সংশোধন, ২০২০), সমিতির উপ-আইন এবং নিবন্ধক সার্কুলার এর আলোকে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠান করতে হবে। নির্বাচন সম্পন্ন হওয়ার পর নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নিকট সমিতির দায়িত্বভার হস্তান্তর করবে এই অন্তর্বর্তী কমিটি।
কর্তৃপক্ষ আশা করছে, নবগঠিত কমিটি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করে সমিতির গণতান্ত্রিক ও কার্যকরী ব্যবস্থাপনা নিশ্চিত করবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com