
নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে , আগামী নির্বাচনে দল কে বিজয় করতে ঘোষিত ৩১ দফা নিয়ে উখিয়া- টেকনাফের প্রতিটি গ্রামে গঞ্জে ডোর টু ডোর গিয়ে ধানের শীষের পক্ষ জনমত তৈরি করেছি । সকল ভেদাভেদ ভুলে বিএনপির নেতা কর্মীদের এক সাথে নিয়ে দলের জন্য কাজ করছি । বিএনপির করতে গিয়ে শত শত মামলা কে ভয় না পেয়ে ১৬ টি বছর সমস্ত আওয়ামী স্বৈরাচার অপশক্তির বিরুদ্ধে যোদ্ধ করেছি। দলের জন্য নিজের ৭ বছরের সন্তান কে হারিয়েছি। আমার বাড়ি ঘরে বৃষ্টির মত গুলি করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চেয়েছিল আওয়ামী লীগের আমলে। তার পরেও সব কিছু সহ্য করে দল কে ও দলের নেতা কর্মীদের ফেলে চলে যায়নি। এখন সময় এসেছে সে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ধানের শীষে ভোট দিয়ে জবাব দেওয়ার। তাই সকলের প্রতি অনুরোধ জানাবো আগামী নির্বাচনে তারেক রহমানের নির্দেশনা মেনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। টেকনাফে যুবদলে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন কক্সবাজার -৪ উখিয়া-টেকনাফের বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদ মোহাম্মদ আব্দুল্লাহ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে টেকনাফ পৌর শহরের ঝর্ণা সত্বরে টেকনাফ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় উক্ত কথা গুলো বলেন।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় শুরু আগেই টেকনাফের ৬ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভা থেকে দলে দলে গান গেয়ে, ব্যানার ফেস্টুন ও ধানের শীষের তোরা নিয়ে হাজার হাজার নেতাকর্মী গাড়ি যোগে সমাবেশ স্থলে যোগদেন। উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফারুক শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির সদস্য সুলতান আহমদ বিএ, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন ভুলু, উপজেলা কৃষক দলের আহবায়ক নুরুন্নবী, টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলম মেম্বার, টেকনাফ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুন্না, টেকনাফ পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদ সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা। এ সময় বক্তারা বলেন, আগামী নির্বাচনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র রক্তের উত্তরাধিকার ও সাবেক বার বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যৈষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে এক সাথে কাজ করে উখিয়া-টেকনাফের আসন আব্দুল্লাহর নেতৃত্বে তারেক রহমান কে উপহার দিব।
তবে আমরা এ অনুষ্ঠান থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানাচ্ছি, কেন বিএনপির নমিনেশন স্বাধীনতার ৫৪ বছর পার হলেও কক্সবাজার -৪ উখিয়া-টেকনাফ আসনে টেকনাফের কোন প্রার্থীকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়নি। শুরু মাত্র একই আসনের উখিয়া উপজেলার প্রার্থীদের কে প্রাধান্য দেওয়া হয়েছে বলে দাবি করেন বক্তারা। আগামীতে কক্সবাজার -৪ আসন টেকনাফের ছেলে বিএনপির নির্যাতিত সন্তান আব্দুল্লাহ কে দেওয়ার দাবি জানান।
Leave a Reply