
আব্দুর রহমান ইবনে আমিন, টেকনাফ
দলীয় নিয়ম শৃঙ্খলা, আওয়ামী সংশ্লিষ্টতাসহ নানা অভিযোগ এনে জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও টেকনাফ উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মর্জিনা আক্তার মর্জিনাকে বহিষ্কার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
২০২৪ সালে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই মহিলা নেত্রীসহ ৫১ নেতাকে বহিষ্কার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (২৯ অক্টোবর)বাংলাদেশ জাতীয়তাবাদী দল টেকনাফ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে যুব সমাবেশে বহিষ্কৃত এই নেত্রীকে মঞ্চের প্রথম সারিতে দেখা গেছে। যা নিয়ে তৃণমূল নেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ সহ নানান অভিযোগে তাকে বহিষ্কার করে বিএনপি।
এছাড়া জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) ছালেহা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও মর্জিনাকে বহিষ্কার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মহিলা দলের এক নেত্রী জানান, সাংগঠনিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে একক কোন ব্যক্তির পক্ষে প্রচারণা না করে ধানের শীষের প্রচারণা করার নির্দেশনা দিয়েছিলো। কিন্তু কোন অদৃশ্য কারণে সে (মর্জিনা) যুব সমাবেশে অংশ নেয় তা-ও প্রথম সারিতে তা নিয়ে দলের ত্যাগীর নেত্রীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে
এ বিষয়ে জানতে চাইলে মর্জিনা আক্তার জানান- গত ২ দিন আগে বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বলে মর্জিনা দাবি করেছেন।
তবে এ বিষয়ে জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) ছালেহা বেগম বলেন, বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়নি এবং তাঁরা দলীয় প্রোগ্রামে অংশ নিতে পারে না। প্রত্যাহারের যেটি দাবি করছে তা ভূয়া। বিষয়টি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সম্পাদক অ্যাড. শাহানা আক্তার শানুকে অবগত করব।
Leave a Reply