1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মৎসজীবি দল টেকনাফ পৌর কমিটি অনুমোদন: আহ্বায়ক- মান্নান, সদস্য সচিব- ইসমাইল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ‘মৃত্যুর সড়ক’: ঝরছে প্রাণ, ফাইলবন্দী ৪/৬ লেনের পরিকল্পনা -তামিম আ.লীগের ঝটিকা মিছিলে গেলে ৫ হাজার টাকা, ব্যানার ধরলে ৮ হ্নীলা ইউনিয়নকে আধুনিক মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয়: চেয়ারম্যান প্রার্থী আজিজুল বশির মোহাম্মদ কলাতলীর মিছিলের মামলায় আসামি হলেন কারারুদ্ধ এমপি পুত্র রনি : জড়িত না থাকলে পাবে অব্যাহতি- পুলিশ বাবা ইউনুস সিকদারকে নিয়ে ফারদিন সিকদারের আবেগঘন স্ট‍্যাটাস সৈকতের বালুতটে স্মৃতির আঁচড়ে বন্ধুত্বের রঙিন দিন ইউনুস হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে উত্তাল টেকনাফ : থানা ঘেরাও সেন্টমার্টিন ভ্রমণের নতুন ওয়েবসাইট চালু টেকনাফ ৭১ পরিচয় দিয়ে বিভ্রান্ত সৃষ্টি

“গ্রিন ইনোভেশন ফেয়ার ২০২৫” তরুণদের সবুজ উদ্ভাবনের মহামেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে টেকনাফে

  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

পরিবেশবান্ধব উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং তরুণ উদ্ভাবকদের সবুজ চিন্তাধারাকে উৎসাহিত করতে আগামীকাল ৬ নভেম্বর ২০২৫ তারিখে টেকনাফের হোটেল নে টং-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত “গ্রিন ইনোভেশন ফেয়ার ২০২৫”। এই অনন্য আয়োজনের উদ্যোগ নিয়েছে এক্টিভিস্টা টেকনাফ, যার সহযোগিতায় রয়েছে SHED-A4T প্রকল্প এবং ActionAid বাংলাদেশ।

​ফেয়ারের প্রধান উদ্দেশ্য হলো- টেকনাফের তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের পরিবেশবান্ধব প্রযুক্তি, পণ্য ও সৃজনশীল উদ্যোগ প্রদর্শনের সুযোগ তৈরি করা, যা স্থানীয় পর্যায়ে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে ত্বরান্বিত করবে।

​আয়োজন ও তাৎপর্য:
​আয়োজনের মূল লক্ষ্য হলো স্থানীয় তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী সবুজ পণ্য ও উদ্যোগকে প্রদর্শন ও প্রচারের সুযোগ দেওয়া। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, একাডেমিয়া, বিনিয়োগকারী ও উন্নয়ন সংস্থার মধ্যে কার্যকর সংলাপ ও সহযোগিতা বৃদ্ধি করা। এছাড়া জলবায়ু সহনশীলতা, দায়িত্বশীল ভোগ (Responsible Consumption) এবং চক্রাকার অর্থনীতি (Circular Economy) সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাও এই ফেয়ারের অন্যতম তাৎপর্য।

আকর্ষণীয় দিকসমূহ:
​”গ্রিন ইনোভেশন ফেয়ার ২০২৫”-এ থাকবে ১৫টি মনোমুগ্ধকর স্টল, যেখানে স্থানীয় তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকরা তাদের পরিবেশবান্ধব পণ্য ও ধারণা প্রদর্শন করবেন।

​এছাড়াও দিনব্যাপী আয়োজনে থাকছে বিশেষ আকর্ষণ
​প্যানেল ডিসকাশন: “Youth-led Green Entrepreneurship and Local Climate Solutions” বিষয়ক বিশেষ আলোচনা।

​যুব নাট্য উপস্থাপন: স্থানীয় তরুণদের পরিবেশবান্ধব নাট্য উপস্থাপনা, যা জলবায়ু সচেতনতা ছড়িয়ে দেবে।

​পুরস্কার ও সম্মাননা: সেরা তরুণ উদ্ভাবক ও পরিবেশবান্ধব উদ্যোগগুলোর সম্মাননা প্রদান করা হবে।

​টেকনাফের প্রেক্ষাপট:
​রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে টেকনাফের পরিবেশ ও অর্থনীতি এখন এক চ্যালেঞ্জপূর্ণ অধ্যায়ে অবস্থান করছে। এই প্রেক্ষাপটে ‘গ্রিন ইনোভেশন ফেয়ার ২০২৫” তরুণ সমাজের নেতৃত্বে স্থানীয়ভাবে পরিচালিত জলবায়ু অভিযোজন ও সবুজ উদ্ভাবনের এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

​সবার জন্য উন্মুক্ত আমন্ত্রণ:
​”গ্রিন ইনোভেশন ফেয়ার ২০২৫’ শুধু একটি প্রদর্শনী নয়; এটি টেকনাফের তরুণদের সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে টেকনাফ ও পার্শ্ববর্তী এলাকার সকল পরিবেশপ্রেমী, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাধারণ জনগণকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

সময়সূচি: ৬ নভেম্বর ২০২৫, সকাল ১০টা, হোটেল নে টং, টেকনাফ।

​আসুন, সবুজ উদ্ভাবনের এই যাত্রায় অংশ নিই – টেকসই, সহনশীল ও সুন্দর ভবিষ্যতের পথে একসাথে হাটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!