
পরিবেশবান্ধব উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং তরুণ উদ্ভাবকদের সবুজ চিন্তাধারাকে উৎসাহিত করতে আগামীকাল ৬ নভেম্বর ২০২৫ তারিখে টেকনাফের হোটেল নে টং-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত “গ্রিন ইনোভেশন ফেয়ার ২০২৫”। এই অনন্য আয়োজনের উদ্যোগ নিয়েছে এক্টিভিস্টা টেকনাফ, যার সহযোগিতায় রয়েছে SHED-A4T প্রকল্প এবং ActionAid বাংলাদেশ।
ফেয়ারের প্রধান উদ্দেশ্য হলো- টেকনাফের তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের পরিবেশবান্ধব প্রযুক্তি, পণ্য ও সৃজনশীল উদ্যোগ প্রদর্শনের সুযোগ তৈরি করা, যা স্থানীয় পর্যায়ে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে ত্বরান্বিত করবে।
আয়োজন ও তাৎপর্য:
আয়োজনের মূল লক্ষ্য হলো স্থানীয় তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী সবুজ পণ্য ও উদ্যোগকে প্রদর্শন ও প্রচারের সুযোগ দেওয়া। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, একাডেমিয়া, বিনিয়োগকারী ও উন্নয়ন সংস্থার মধ্যে কার্যকর সংলাপ ও সহযোগিতা বৃদ্ধি করা। এছাড়া জলবায়ু সহনশীলতা, দায়িত্বশীল ভোগ (Responsible Consumption) এবং চক্রাকার অর্থনীতি (Circular Economy) সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাও এই ফেয়ারের অন্যতম তাৎপর্য।
আকর্ষণীয় দিকসমূহ:
”গ্রিন ইনোভেশন ফেয়ার ২০২৫”-এ থাকবে ১৫টি মনোমুগ্ধকর স্টল, যেখানে স্থানীয় তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকরা তাদের পরিবেশবান্ধব পণ্য ও ধারণা প্রদর্শন করবেন।
এছাড়াও দিনব্যাপী আয়োজনে থাকছে বিশেষ আকর্ষণ
প্যানেল ডিসকাশন: “Youth-led Green Entrepreneurship and Local Climate Solutions” বিষয়ক বিশেষ আলোচনা।
যুব নাট্য উপস্থাপন: স্থানীয় তরুণদের পরিবেশবান্ধব নাট্য উপস্থাপনা, যা জলবায়ু সচেতনতা ছড়িয়ে দেবে।
পুরস্কার ও সম্মাননা: সেরা তরুণ উদ্ভাবক ও পরিবেশবান্ধব উদ্যোগগুলোর সম্মাননা প্রদান করা হবে।
টেকনাফের প্রেক্ষাপট:
রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে টেকনাফের পরিবেশ ও অর্থনীতি এখন এক চ্যালেঞ্জপূর্ণ অধ্যায়ে অবস্থান করছে। এই প্রেক্ষাপটে ‘গ্রিন ইনোভেশন ফেয়ার ২০২৫” তরুণ সমাজের নেতৃত্বে স্থানীয়ভাবে পরিচালিত জলবায়ু অভিযোজন ও সবুজ উদ্ভাবনের এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
সবার জন্য উন্মুক্ত আমন্ত্রণ:
”গ্রিন ইনোভেশন ফেয়ার ২০২৫’ শুধু একটি প্রদর্শনী নয়; এটি টেকনাফের তরুণদের সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে টেকনাফ ও পার্শ্ববর্তী এলাকার সকল পরিবেশপ্রেমী, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাধারণ জনগণকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
সময়সূচি: ৬ নভেম্বর ২০২৫, সকাল ১০টা, হোটেল নে টং, টেকনাফ।
আসুন, সবুজ উদ্ভাবনের এই যাত্রায় অংশ নিই – টেকসই, সহনশীল ও সুন্দর ভবিষ্যতের পথে একসাথে হাটি।
Leave a Reply