
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
পরিবেশবান্ধব উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতায় তরুণদের উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করার লক্ষ্যে টেকনাফে সফলভাবে অনুষ্ঠিত হলো “গ্রিন ইনোভেশন ফেয়ার ২০২৫”।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলার পর্যটন হোটেল নেটং এর হল রুমে তরুণ উদ্ভাবকদের সবুজ চিন্তা ও সৃষ্টিশীল উদ্যোগে একশনএইড বাংলাদেশ ও শেড (SHED)-এর সহযোগিতায়, এক্টিভিস্টা টেকনাফ কর্তৃক আয়োজিত এফোরটি (A4T) প্রকল্পের আওতায় এই মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেড (SHED) এর ডেপুটি ডিরেক্টর আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা দেলোয়ার হোসাইন, উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমদ খান , সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শোহরাব হোসাইন, এবং হ্নীলা বাজার কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জহির আহমদ।
প্রধান অতিথি কৃষি অফিসার হুমায়ুন কবির তাঁর বক্তব্যে তরুণদের উদ্ভাবনী চেষ্টার ভূয়সী প্রশংসা করে বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে তরুণদের এগিয়ে আসা অপরিহার্য। এই মেলা প্রমাণ করে যে টেকনাফের যুব সমাজ সবুজ ও টেকসই ভবিষ্যতের জন্য প্রস্তুত।”
শেড এর ডেপুটি ডিরেক্টর সভাপতির বক্তব্যে আব্দুল মান্নান তরুণ উদ্যোক্তাদের স্থানীয় সম্পদ ব্যবহার করে পরিবেশসম্মত সমাধান বের করার আহ্বান জানান। তিনি বলেন, “এই উদ্ভাবন মেলা শুধু প্রদর্শনীর মঞ্চ নয়, এটি সবুজ অর্থনীতি এবং স্থানীয় জলবায়ু অভিযোজনে তরুণদের সক্ষমতার এক জীবন্ত উদাহরণ।”
বক্তারা জলবায়ু সহনশীলতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং দায়িত্বশীল ভোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তাঁরা সবুজ উদ্যোগগুলোকে সরকারি ও বেসরকারি পর্যায় থেকে সহযোগিতার আশ্বাস দেন।
আরো উপস্থিত ছিলেন, এফোরটি প্রজেক্ট কোঅরডিনেটর মোঃ আব্দুল্লাহ। একশনএইড বাংলাদেশ এর ইন্সপিরেটর সুমন আচার্য্য। শেড এর প্রোগ্রাম অফিসার এর তাসলিম উদ্দীন।
মেলায় তরুণ উদ্ভাবকরা তাদের তৈরি ১২টি পরিবেশবান্ধব পণ্য, প্রযুক্তি ও সৃজনশীল স্টল প্রদর্শন করেন। দিনব্যাপী আয়োজনে প্যানেল ডিসকাশন, যেখানে বিশেষজ্ঞ ও তরুণ উদ্ভাবকরা সবুজ উদ্যোক্তা তৈরি, স্থানীয় পরিবেশ চ্যালেঞ্জ ও টেকসই সমাধান নিয়ে আলোচনা করেন। বিকেলে একটিভিস্টা টেকনাফ তরুণদের পরিবেশবান্ধব উদ্যোগ ও সামাজিক সচেতনতা নিয়ে নাটক উপস্থাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
তারা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে সবুজ অর্থনীতি গড়ে তোলা, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply