
টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি ইউনুস সিকদারের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে উত্তাল হয়ে উঠেছে টেকনাফ।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে টেকনাফের সর্বস্তরের বিক্ষুব্ধ জনতার ব্যানারে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। এসময় জনতা মডেল থানা ঘেরাও করে অবস্থান নেয় এবং ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে।
মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী এবং নিহতের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সাবেক ইউপি সদস্য ইউনুস সিকদারকে দাওয়াতের নামে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দাবি করেন, এই হত্যাকাণ্ডের পেছনে গভীর চক্রান্ত রয়েছে। অভিযুক্ত প্রধান আসামি মোহাম্মদ আলম ওরফে শাফুইয়াসহ সকল আসামিকে গ্রেফতারের আলটিমেটাম দেন বক্তারা।
বিক্ষোভ চলাকালে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নূর বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “আমরা আপনাদের ক্ষোভ বুঝি এবং এই জঘন্যতম হত্যাকাণ্ডের মামলা নথিভুক্ত করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী অপরাধীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।”
ওসির আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় এবং বিক্ষুব্ধ জনতা কর্মসূচী সমাপ্ত করে ফিরে যায়।
টেকনাফ মডেল থানা সূত্রে জানা গেছে, নিহত ইউনুস সিকদারের স্ত্রী কহিনুর আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। মামলায় উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক মো. আলমকে প্রধান আসামি করে এজাহার নামীয় ৮ জন ও অজ্ঞাতনামা ৭-৮ জন কে আসামি করা হয়েছে।
Leave a Reply