
শহরের কলাতলীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলার আসামি হয়েছেন জেলা কারাগারে থাকা সাবেক ছাত্রলীগ নেতা তারেক মাহমুদ রনি। তাকে ১৬ নাম্বার এজাহার নামীয় আসামি করা হয়েছে। রনি উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর পুত্র।
কারাগারে থাকা অবস্থায় রনি মিছিলের মামলায় আসামি হওয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে। তবে পুলিশের হাইকমান্ড বলছে ঘটনায় জড়িত না থাকলে তাকে অব্যাহতি দেওয়া হবে৷
গত রোববার সকালে শহরের কলাতলী সড়কে মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। মিছিল টি কলাতলী ডিভাইন ইকো রিসোর্টের গলি থেকে শুরু হয়। এতে অংশ নেয় ৩০ থেকে ৪০ জন।
এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় উপপরিদর্শক (এসআই) সুমন সরকার বাদি হয়ে ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযান চালিয়ে কক্সবাজার পৌর স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক হানিফ, ১২ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা শাকিল ও সমিতিপাড়ার আওয়ামীলীগ নেতা মোস্তাক কে এ মামালায় আটক করা হয়েছে।
পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস টিটিএনকে জানান, মিছিলের পর পর অনেকের দেওয়া তালিকা অনুযায়ী পুলিশ মামলা দায়ের করেছে। এ পর্যন্ত তিনজন আটক আছে। তারেক মাহমুদ রনি ঘটনার সঙ্গে যদি জড়িত না থাকেন যাছাই-বাছাই করে অব্যাহতি দেওয়া হবে।
Leave a Reply