সংবাদ বিজ্ঞপ্তি
দুর্যোগকালীন আশ্রয়, ত্রাণ, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তায় হিজড়া ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করতে টেকনাফে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং স্প্রিন্ট প্রকল্পের সহযোগিতায় মঙ্গলবার (১৮ নভেম্বর) টেকনাফ উপজেলা সম্মেলন কক্ষে এই সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হলে সবার আগে মানবিক হওয়া জরুরি। সমাজের সবাইকে সঙ্গে নিয়ে চললে তাদের সেবা, অধিকার ও নিরাপত্তা কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব। তিনি আরও জানান যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় হিজড়া জনগোষ্ঠীকে গুরুত্ব দেওয়া হবে এবং সাইক্লোন প্রস্তুতি কার্যক্রমে তাদের স্বেচ্ছাসেবক হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে জরুরি সতর্কবার্তা পৌঁছানো, আশ্রয়কেন্দ্রে যাওয়া এবং ত্রাণ সেবা গ্রহণে তারা আরও সক্ষম হবেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা এলজিইডি’র প্রকৌশলী রবিউল হোসাইন বলেন, দুর্যোগকালে আশ্রয়কেন্দ্রে হিজড়া জনগোষ্ঠীর নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশ্বস্ত করেন যে যেসব আশ্রয়কেন্দ্রে তারা আশ্রয় নেবেন, সেখানে যথাসম্ভব আলাদা ও নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করা হবে।
সভায় আলোচকরা বলেন, দুর্যোগের আগাম সতর্কতা, আশ্রয়কেন্দ্রে বৈষম্যহীন সেবা, জেন্ডার-সেনসিটিভ স্যানিটেশন, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশাসন, সিপিপি, এনজিও এবং কমিউনিটির যৌথ সমন্বয় আরও জোরদার করতে হবে। হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীকে ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং ত্রাণ বিতরণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করলে দুর্যোগ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। তারা আরও বলেন, পুনর্বাসন, জীবিকায়ন এবং সেবা প্রাপ্তিতে এই জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিলে ‘কেউ পিছিয়ে থাকবে না’ নীতি বাস্তবায়িত হবে।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন এনজিও/সিবিও প্রতিনিধিসহ হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা মতামত, অভিজ্ঞতা এবং বাস্তব সমস্যাগুলো তুলে ধরেন এবং প্রকল্পের কার্যক্রম আরও উন্নত করার জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com