
নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসীন্দা রশিদ আহমদের রাষ্টিয় মর্যাদায় জানাজা সম্পন্ন হয়েছে। সে ওই এলাকার মৃত আব্দু ছামত এর ছেলে। মৃত্যু কালে তিনি ১ ছেলে ও ২ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য আত্নীয় স্বজনদের রেখে যান। মঙ্গলবার ভোরে মরহুম রশিদ আহমদের বুকে ব্যাথা অনুভব হলে পরিবারের সদস্যরা তাকে হ্নীলা হেলথ কেয়ার ক্লিনিকে নিয়ে আসেন। পরে কর্তব্য রত চিকিৎসক তাকে প্রথমিক চিকিৎসা শেষে উন্নয়ন চিকিৎসার জন্য কক্সবাজার প্রেরণ করলে নেওয়া পথে তাহার মৃত্যু হয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বাদে আছর হ্নীলা দারুসসুন্নাহ মাদ্রাসায় তাহার জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমদকে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রিয় মর্যাদা বা গার্ড অব অনার প্রদান করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরীর নেতৃত্বে একটি পুলিশের চৌকস দল। এর পরে মুক্তি যোদ্ধা পরিবার কে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। তাহার পরিবারিক কবর স্থানে বাবা -মার পাশে তাকে দাফন করা হয়। তাহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুক্তি যোদ্ধা পরিবার, শিক্ষাক, রাজনীতি বিদ, সমাজ কর্মী ও স্থানীয় জন প্রতিনিধিরা সহ অনেকেই। সকলে তাহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
স্থানীয় মুক্তি যোদ্ধা সিরাজুল ইসলাম সিকদার জানান, মুক্তি যোদ্ধা চলাকালীন সময়ে মরহুম রশিদ আহমদের অনেক অবদান রয়েছে। কক্সবাজার এরিয়ায় যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা প্রথম হামলা করেন তখন রশিদ আহমদ বাশ খালীর এসএম কামাল এর আওতায় গঠিত মুক্তি যোদ্ধা বাহিনীতে থেকে প্রথম পাকিস্তানিদের বিরুদ্ধে দেশ কে মুক্ত করতে যোদ্ধে ঝাপিয়ে পড়েন।
Leave a Reply