
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, টেকনাফ পৌর শাখার উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে পৌর শাখার আহ্বায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব ইসমাইলের নেতৃত্বে মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সিঃ সহসভাপতি হাফেজ এনামুল হাছান, হাজী ছৈয়দ আলম, আব্দুল জব্বার, জাগের হোছাইন, রমজান আলী, যুগ্ম সম্পাদক আব্দু সালাম, সহ সাধারণ সম্পাদক ফরহাদ আমিন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি জলাল উদ্দিন সহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী।
তিনি বলেন, ”টেকনাফের এই বিশাল স্বাগত মিছিলে মৎস্যজীবী দলের নেতাকর্মীদের যে উদ্যম ও শক্তি দেখলাম, তা প্রমাণ করে টেকনাফে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু হয়ে গিয়েছে। সকল নেতাকর্মীকে আহ্বান জানাচ্ছি, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ হয়ে কক্সবাজার -৪ আসনে ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরীকে বিজয়ী করতে হবে।
Leave a Reply