নিজস্ব প্রতিবেদক,
দেশসেরা মেডিকেল কলেজ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেন টেকনাফ পৌরসভা ৩ নং ওয়ার্ড কে কে পাড়া এলাকায় বাসিন্দা মোঃ আব্দুল্লাহ'র ছোট ছেলে আব্দুল হাফেজ রাহাত।
তার অসাধারণ মেধা ও ধারাবাহিক সাফল্যের মাধ্যমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন। সীমান্ত উপজেলা টেকনাফের এই কৃতি সন্তান রাহাত এর এমন সাফল্য অর্জনে টেকনাফবাসীসহ পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা গর্বিত ও আনন্দিত।
রাহাতের শিক্ষাজীবন শুরু থেকেই ছিল উজ্জ্বল সাফল্যে ভরপুর। সে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পি.এস.সি) তে টেকনাফ উপজেলা কমপ্লেক্স আদর্শ স্কুল থেকে জিপিএ–৫ অর্জন করে। পরবর্তীতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জে.এস.সি) পরীক্ষায় টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুল থেকে জিপিএ–৫ লাভ করে।
মাধ্যমিক পর্যায়ে রাহাত টেকনাফ মডেল পাইলট হাই স্কুল থেকে এস.এস.সি পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করে এবং উচ্চ মাধ্যমিকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ–৫ (গোল্ডেন এ প্লাস) পেয়ে তার মেধার ধারাবাহিকতা বজায় রাখে।
শুধু পরীক্ষার ফলাফলেই নয়, রাহাত ক্লাস ফাইভ ও ক্লাস এইটে সরকারি ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের মাধ্যমে তার প্রতিভার স্বীকৃতি পেয়েছে। রাহাতের এই কৃতিত্ব নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত।
আব্দুল হাফেজ রাহাত এর পিতা মো. আব্দুল্লাহ বলেন, আবার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তার উজ্জ্বল ভবিষ্যৎ আরও সুন্দর করে এবং একজন সৎ, দক্ষ, মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করছে।###
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com