হে কবি নুরুল হুদা স্বাগতম
– এ.এইচ.আবু ছিদ্দিক আরমান
দরিয়া পাড়ের কবি নিয়ে
গর্ব আমার দেশ,
নানান লিখা লিখছে তিনি
মন কেড়েছে বেশ।
কক্সবাজারের সন্তান তিনি
ঈদগাঁও তাঁহার গ্রাম,
জাতিসত্তার কবি তিনি,
রেখেছে জন্মভূমির মান।
তাঁর লিখাতে মিল খুঁজে পায়
নজরুলের ছন্দ,
তাঁর লিখাতে জড়িয়ে আছে
রবিঠাকুরের গন্ধ।
তাঁর লিখাতে বাজনা বাজে
পল্লীকবির গান,
তাঁর লিখাতে বিশ্ব পাগল,
ঊর্ধ্বে বাংলার মান।
তাঁর লিখাতে আলোকিত
সাহিত্যজগৎ আজ,
তাঁর লিখাতে ফুটে উঠে
প্রতিবাদের ডাক।
তাঁর লিখাতে পূর্ণবিকাশ
গ্রাম বাংলার রূপ,
তাঁর লিখাতে মধুর মিলন,
ছন্দে মেলে সুখ।
হে কবি নুরুল হুদা
আয়রে ঘরে আয়,
অর্জিত মহা কৃতিত্বতে
স্বাগতম জানাই।
#প্রকাশঃ ১৩ ই জুলাই-২০২১ ইং।
Leave a Reply