মিজানুর রহমান/মোঃ আরাফাত সানী,টেকনাফ
দীর্ঘদিন পর বহুল প্রতিক্ষিত টেকনাফ উপজেলা জ্বালানী পরিবেশক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। রবিবার (১২ জুন) সকাল এগারোটায় টেকনাফ সদরের কেরুনতলী হোটেল নে টং এর হল রুমে উক্ত সমিতির এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সকল সদস্যদের সম্মতিক্রমে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নাফ ভিউ ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী হাজ্বী হামিদ হোছাইনের সভাপতিত্বে ও নাফ পেট্রোল সার্ভিসের স্বত্বাধিকারী মোহাম্মদ দিদার হোসেনের সঞ্চালনায় মোহাম্মদ ইউনুছের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উক্ত সাধারণ সভা শুরু হয়।
এতে সকলের সম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে নাফ পেট্রোল সার্ভিসের স্বত্বাধিকারী মোহাম্মদ দিদার হোসেন কে সভাপতি ও হ্নীলার নাফ ফিলিং স্টেশনের স্বাত্বাধিকারী মাহাবুব মোর্শেদ কে সাধারণ সম্পাদক করা হয়।
সিনিয়র সহ-সভাপতি নাফ ভিউ ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী হাজ্বী হামিদ হোছাইন,সহ-সভাপতি(১) আব্দুল্লাহ ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল্লাহ,সহ-সভাপতি(২)শামলাপুর ফয়েজ এন্ড ব্রাদার্স এর স্বাত্বাধিকারী মাস্টার এম এ মন্জুর।
সহ-সাধারণ সম্পাদক সাবরাং ইউপির মেসার্স জাহেদ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ আল ফয়সাল,অর্থ সম্পাদক টেকনাফের ইউনাইটেড এজেন্সির স্বত্বাধিকারী মোহাম্মদ তারেক,সাংঘঠনিক সম্পাদক – হোয়াইক্যং এর এলপিজি শাহাজাহান এন্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী মোহাম্মদ শাহাজাহান,প্রচার সম্পাদক -টেকনাফের শাপলা অয়েল এজেন্সির স্বত্বাধিকারী মোহাম্মদ শহিদ নির্বাচিত হয়েছেন।
সদস্য( ১)টেকনাফের জামাল অটোমোবাইলস এর স্বত্বাধিকারী মোহাম্মদ জামাল,সদস্য(২)টেকনাফের আমির এন্ড সন্স এর স্বত্বাধিকারী মোহাম্মদ ইউনুছ, সদস্য(৩)শামলা পুর এর নাহিদ পেট্রোলিয়াম এর স্বাত্বাধিকারী মোহাম্মদ শওকত চেয়ারম্যান, সদস্য (৪)ইউনাইটেড ট্রেডার্স হ্নীলা’র স্বত্বাধিকারী মোহাম্মদ জালাল।
সমিতির নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ দিদার হোসেন,প্রতিষ্ঠানের মালিকদের অধিকার আদায় ও সমিতিকে সু-দীর্ঘায়ু করার জন্য নব-নির্বাচিত সকলের প্রতি আহ্বান জানান।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ জানান, মুলত মালিক ও প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে এ সমিতি গঠন,সুতরাং সমিতির সার্বিক উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।সমিতির সকল কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সবশেষে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।
Leave a Reply