নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফের সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকায় মানব পাচার কারিদের আস্তানায় টেকনাফ মডেল থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে ৫৮ জন রোহিঙ্গা শরণার্থী উদ্ধার করেছে। এদের মধ্যে ৯ জন পুরুষ ১৬ জন নারী ও ৩৩ জন শিশু। পাশাপাশি ৪ জন মানব পাচার চক্রের সদস্যের মূল হোতা কেও আটক করাতে সক্ষম হয় পুলিশ।
শনিবার (২৫ নভেম্বর) সকালে টেকনাফ মডেল থানার ওসি মোঃ ওসমান গণী এ তথ্য নিশ্চিত করে জানান, আটক মানব পাচার কারি চক্রের ৪ জন ও উদ্ধার ৫৮ জন রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
শুক্রবার রাতে টেকনাফ সদরের মহেশখালীয়া পাড়ার দালাল চক্রের মূল হোতা মোহাম্মদ ইয়াসিন এর নেতৃত্বে ৫৮ জন রোহিঙ্গা শরণার্থীদের কে মালোয়েশিয়া নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফের মহেশখালী পাড়ায় নির্জন এলাকায় একত্রিত করেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল কর্তৃক অভিযান পরিচালনা করে ওই রোহিঙ্গাদের কে উদ্ধার করতে সক্ষম হয়।
Leave a Reply