মো. আরাফাত সানি, টেকনাফ।
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে এবার সর্বোচ্চ দামে কাস্টমস শুল্ক গুদাম থেকে নিলাম পেলেন টেকনাফ স্থল বন্দরের ব্যবসায়ী ও মেসার্স ফারুক ট্রেডার্স এর স্বত্বাধিকার, আমদানি ও রপ্তানি কারক ওমর ফারুক সিআইপি।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ কাস্টমস শুল্ক গুদামের হল রুমে এ নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আমদানি ও রপ্তানি কারক সহ লাইসেন্স ধারি ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
জানা যায়, মিয়ানমার থেকে বাংলাদেশের টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে আমদানি নিষিদ্ধ সামগ্রী সহ বিভিন্ন চোরাই পণ্য প্রবেশকালে সীমান্তে দায়িত্বে নিয়োজিত বিজিবি ও কোস্ট গার্ড বাহিনীর পৃথক অভিযানে মালিক বিহীন মালামাল জব্দ করে থাকে। জব্দকৃত মালামাল টেকনাফ কাস্টমস শুল্ক গুদামে জমা প্রদান করা হয়। মেয়াদ উত্তীর্ণ ও পচনশীল এবং শুল্ক গুদামে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত মালামাল নষ্ট হওয়ার আশঙ্কায় সরকারি নিয়ম মোতাবেক নিলাম সম্পাদন করা হয়।
টেকনাফ কাস্টমস শুল্ক প্রতিষ্ঠান চত্বরে প্রকাশ্যে নিলাম আহ্বান করে ১৪ প্রকার প্রসাধন সামগ্রী। সরকারিভাবে নিলাম মূল্য ডাক ৫ লাখ ৫৫ হাজার। নিলামে সর্বোচ্চ মূল্য ভ্যাট সহ ৬ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ১৪ প্রকারের মালামাল নিলাম ডাকটি সর্বোচ্চ দামে ভাগিয়ে নেন।
নিলাম কাজে উপস্থিত ছিলেন, টেকনাফ কাস্টমস মোহাম্মদ রোমান মন্ডল, বিজিবি, কোস্টগার্ড,গণমাধ্যম কর্মীরা।
Leave a Reply