সংবাদ দাতা, টেকনাফ।
কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক আবদুল্লাহ
টেকনাফ প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় টেকনাফ প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপির অর্থ সম্পাদক আবদুল্লাহ টেকনাফ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রেস ক্লাবের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলাম সাইফীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে উখিয়া-টেকনাফে অপার সম্ভাবময় উন্নয়নের বিষয় নিয়ে মতবিনিময় এ সভায় প্রধান অতিথি জেলা বিএনপির অর্থ সম্পাদক আবদুল্লাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের অবস্থান ও রাজনৈতিক ভিশন তুলে ধরেন।
কক্সবাজার-৪ উখিয়া টেকনাফ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবদুল্লাহ বলেন, রাজনীতিতে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমি ব্যবসায়ী, সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত আছি। হারানোর কিছু নেই আমার। বিএনপির রাজনীতি করতে গিয়ে ছোট বাচ্চা হারিয়েছি, বৃদ্ধা পিতাকে মারধর করে থানায় সোপর্দ করেছিল এমনকি বিভিন্ন মামলার আসামী হয়েছি। যদি দল আমাকে মনোনয়ন দেয়, তবে উখিয়া-টেকনাফের অপার সম্ভাবনাময়, টেকনাফ স্থল বন্দর, করিডোরসহ উন্নয়ন ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করব।
ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, উখিয়া-টেকনাফের লোকজনকে মাদকের তর্কমা দিয়ে নতুন প্রজন্মকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আমি সকল শ্রেনীর লোকজনকে সাথে নিয়ে মাদকের তকমা থেকে রেহায় পেয়ে উখিয়া টেকনাফের অপার সম্ভাবনাময় অঞ্চলকে পর্যটন শিল্পের নগরী হিসেবে গড়ে তুলা হবে।
তিনি আরও বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন, পর্যটন শিল্প, বন্ধ করিডোর, স্থল বন্দর ও কৃষিকে প্রাধান্য দিয়ে উখিয়া-টেকনাফের উন্নয়ন পরিকল্পনা হাতে নিতে চাই। উন্নয়ন মানে শুধু সড়ক বা ভবন নয়, মানুষের জীবনে পরিবর্তন আনা। সেটিই হবে আমার প্রতিশ্রুতি।
সভায় উপস্থিত ছিলেন- টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলম মেম্বার, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য নুরুল করিম রাসেল, টেকনাফ প্রেস ক্লাবের সদস্য মমতাজুল ইসলাম মনু, গিয়াস উদ্দিন ভূলু, জিয়াবুল হক, জাকারিয়া আলফাজ, নাছির উদ্দীন রাজ, শাহ আলম বিপ্লব, আবছার কবির আকাশ, সাংবাদিক আরফাত সানি, হাবিবুল ইসলাম, আকতার হোসেন হিরো, ইব্রাহিম মাহমুদ, হাবিবুর রহমান, নুরুল আলম, নোমান অরুপ, তোফায়েল বিন আজাদ, নবীর আলীসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply