মোহাম্মদ তোফাইল, টেকনাফ (কক্সবাজার)
একটি গোষ্ঠী জান্নাত-জাহান্নামের টিকেট দেখিয়ে বিভ্রান্ত করছে, টেকনাফে সমস্ত রাস্তাঘাট, বেড়িবাঁধ, করিডোর, টেকনাফ সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমার হাতেই গড়ে উঠেছে এমন মন্তব্য করেছেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহাজাহান চৌধুরী
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক ৮ নং ওয়ার্ডের উদ্যোগে এক পথসভা তিনি এসব কথা বলেন।
২৯ (সেপ্টেম্বর) রবিবার বিকাল তিনটায় সাবরাং ইউনিয়নের হারিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
সভাপতিত্ব করেন সাবরাং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক ৮ নং ওয়ার্ড সভাপতি আব্দু ছমত এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবরাং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মৌলভী আবুল হাশিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী,সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,সাবরাং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ছব্বির আহমদ,
সাবেক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক একরামুল হক,যুবনেতা আমান উল্লাহ আমান,
যুবনেতা নুরুল বশর প্রমুখ।
সভায় প্রধান বক্তা ছিলেন টেকনাফ উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ কাইয়ুম।
প্রধান অতিথির বক্তব্য শাহজাহান চৌধুরী বলেন আরো বলেন, আগামী নির্বাচনে আমাকে যদি দলে মনোনয়ন দেওয়া হয়, তবে আমি ভবিষ্যতেও উখিয়া-টেকনাফের মানুষের কল্যাণে আরও উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন।
Leave a Reply