1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমের বিরুদ্ধে মানব ও মাদক পাচারের অভিযোগ বিএনপি ক্ষমতায় এলে প্রকৃত জেলেরা স্বাধীনভাবে মাছ শিকার করতে পারবে – শাহজাহান চৌধুরী  জুমার দিনের ফজিলত : যে সময় দোয়া কবুল হয় টেকনাফে তাঁতীদলের নবগঠিত কমিটির স্বাগত মিছিল ও পরিচিত সভা দেশের ইতিহাসে স্বর্ণের দাম সর্বোচ্চ বাবার অবর্তমানে উখিয়া-টেকনাফের মানুষ এখন কষ্টে আছে, আসলে আমরা তাদের জন্য কি করেছি : বদির পুত্র শাওন টেকনাফে উপজেলা মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হ্নীলা ইউনিয়নে নির্বাচনী ইশতেহার ২০২৫ বিষয়ক ইউনিয়ন লেভেল ভ্যালিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত বদলির পরেও অদৃশ্য শক্তির বলে বহাল তবিয়তে টেকনাফ পৌরসভার উচ্চমান সহকারী ওসমান  টেকনাফে সুপারির বাম্পার ফলন আর্থিক ভাবে লাভবান হচ্ছে চাষীরা

হ্নীলা ইউনিয়নে নির্বাচনী ইশতেহার ২০২৫ বিষয়ক ইউনিয়ন লেভেল ভ্যালিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ। 

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ের চাহিদা ও অগ্রাধিকার নিরূপণের লক্ষ্যে নির্বাচনী ইশতেহার ২০২৫ শীর্ষক ইউনিয়ন লেভেল ভ্যালিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে হ্নীলা ইউনিয়ন পরিষদ হলরুমে এনজিও সংস্থা একটিভিস্তা টেকনাফ এর আয়োজনে, বেসরকারি উন্নয়ন সংস্থা শেড (SHED) এর বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় “এ-ফোর-টি” প্রকল্পের আওতায় এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

সংস্থা টির প্রজেক্ট অফিসার তাসলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শেড এর এ-ফোর-টি প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলী।

তিনি বলেন, স্থানীয় জনগণের চাহিদাভিত্তিক ইশতেহার প্রণয়নে এমন উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রমকে গণতান্ত্রিক চর্চার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন মোহাম্মদ আবদুল্লাহ এবং এফজিডি (FGD) থেকে প্রাপ্ত সুপারিশ ও ফলাফল উপস্থাপন করেন একটিভিস্তা টেকনাফ এর প্রতিনিধি মোঃ সোহেল।

ওয়ার্কশপে ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য, ওয়ার্ড মেম্বার, শিক্ষক প্রতিনিধি, ইমাম, ব্যবসায়ী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা তাঁদের মতামত প্রদান করেন এবং স্থানীয় উন্নয়ন অগ্রাধিকার বিবেচনায় একটি সম্মিলিত চাহিদা সনদ তৈরি করা হয়। চাহিদা সনদে বিশেষভাবে উল্লেখ করা হয়।

রোহিঙ্গা সংকটের স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান, মাদক প্রতিরোধে কার্যকর উদ্যোগ, অপহরণসহ সামাজিক অপরাধ দমনে সমন্বিত পদক্ষেপ এবং যুব উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়গুলো। এ সময় উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশের প্রতিনিধি সুমন আচার্য এবং শেড এ-ফোর-টি প্রজেক্টের ফিল্ড ফ্যাসিলিটেটর হোসনে আরা পাখি।ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারীরা স্থানীয় উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ এ ধরনের নির্বাচনপূর্ব ইশতেহার প্রস্তুতির মতো জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!