টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
টেকনাফ পৌর এলাকায় টমটম (ইজিবাইক/অটোরিকশা) যানের সুশৃঙ্খল চলাচল নিশ্চিতকরণ এবং টমটম চালকদের দ্বারা সংঘটিত বিভিন্ন অপরাধ প্রবণতা হ্রাসের লক্ষ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে টেকনাফ উপজেলা প্রশাসন।
রাতে এক ফেসবুক পোস্ট এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন।
তিনি জানান, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আলোকে টেকনাফ পৌরসভা সকল টমটম চালককে বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছে।
নিবন্ধনের সময়সীমা:
নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে, আগামীকাল (১৯ অক্টোবর, ২০২৫) থেকে সকল আগ্রহী বাংলাদেশী টমটম চালকগণ টেকনাফ পৌরসভা কার্যালয় থেকে নিবন্ধন ফর্ম সংগ্রহ করতে পারবেন। ফর্ম সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ অক্টোবর, ২০২৫।
আইডি কার্ড ও পোষাক প্রদান:
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, নভেম্বর মাস জুড়ে জমাকৃত সকল আবেদন যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে, শুধুমাত্র বাংলাদেশী প্রাপ্তবয়স্ক নাগরিকগণ, যারা যোগ্য বিবেচিত হবেন, তারা ন্যূনতম নিবন্ধন ফি পরিশোধ সাপেক্ষে টমটম চালানোর জন্য বিশেষ কিউআর কোড (QR Code) ও ছবিযুক্ত আইডি কার্ড এবং নির্দিষ্ট পোষাক (ইউনিফর্ম) পাবেন।
ডিসেম্বর থেকে নতুন নিয়ম:
এই প্রক্রিয়ার সমাপ্তি শেষে আগামী ১লা ডিসেম্বর, ২০২৫ তারিখ থেকে টেকনাফ পৌর এলাকায় কোনো টমটম চালক বৈধ আইডি কার্ড ও নির্দিষ্ট পোষাক ব্যতিরেকে টমটম চালাতে পারবেন না। এই নিয়ম কার্যকর হলে সড়কে টমটম চলাচলে দৃশ্যমান শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করছে প্রশাসন।
জালিয়াতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি:
পৌরসভা কর্তৃপক্ষ কঠোরভাবে সতর্ক করে জানিয়েছে যে, বাংলাদেশী নাগরিক নন এমন কেউ যদি টমটম চালানোর জন্য আবেদন করেন অথবা আবেদন প্রক্রিয়ায় কোনো প্রকার জালিয়াতি, মিথ্যা তথ্য প্রদান বা তদবিরের আশ্রয় নেন, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কর্তৃপক্ষের এই পদক্ষেপের ফলে টেকনাফ শহরের গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ জনগণের নিরাপত্তা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply