মোঃ আরাফাত সানী::কক্সবাজার টেকনাফে র্যাব অভিযানে জাদিমোরা এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ১জন রোহিঙ্গা অনুপ্রবেশকারী ব্যক্তিকে আটক করেছে।
৮ মে (শুক্রবার) দুপুর সাড়ে ০১ টারদিকে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া জাইল্যাঘাটস্থ সড়কের পশ্চিম পাশে গোপনে অবস্থান নিলে। পরে র্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে গেলে ধাওয়া করে বৃটিশ পাড়ার পশ্চিমে পাহাড়ে অবস্থানরত (২৭নং) রোহিঙ্গা ক্যাম্পের ব্লক নং-এ-৫ এর বাসিন্দা নুনু মিয়ার পুত্র নুর উদ্দিস (২৬) কে ইয়াবাসহ আটক করে।
পরে উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে তার হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। সূত্রে জানা যায় সে দীর্ঘদিন ধরে এই মরণনেশা মাদক কারবারে চালিয়ে আসছিল বলে স্বীকার করে।
উক্ত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান, সিপিসি (র্যাব ১৫) টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এডিশনাল এসপি বিমান চন্দ্র কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমরা এক পা ও পিছ পা হব না আমাদের অভিযান অব্যাহত থাকবে।#
Leave a Reply