“প্রিয় নাফ” (টেকনাফ৭১)
এ কে এম, কামাল হোছাইন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
হে প্রিয় নাফ, সতত তোমারি কথা মনে পড়ে!
আমি রয় দূর-দূরান্তে মন মোর তোমার বুকে,
সতত মন উদাসী হৃদয়ের অতলে অনল জ্বলে।
আমি বুঝি হায় তোমার তীরে সুস্বর প্রশান্তি,
সেথায় আমি কখনো তোমায় ভুলিনি হে নাফ,
পথের ক্লান্তি ভুলে এসে তোমার বাঁধে দাড়ায়।
হে প্রিয় নাফ, সতত তোমারি কথা মনে পড়ে!
বিচ্ছেদের- সুরের যতটা মাধুর্য ও অবদান ,
অমনি মোর হৃদয়ের অতলে তোমার জন্য,
প্রেমের ব্যাগ দুকর বাড়িয়া উঠে হে প্রিয় নাফ।
যেথায় কেটেছে মোর দুরন্তপনা সুবাস শৈশব,
কি করে তোমায় আমি বিচ্ছেদ- করে থাকি।
হে প্রিয় নাফ, সতত তোমারি কথা মনে পড়ে!
বহু অঞ্চল ঘুরেছি আমি কোথাও পাইনি তৃপ্তি,
তোমার কথা মনে পড়লে হৃদয় হয় উদাসী।
তোমার বুকের শান্ত-ঢেউ হইনা কারুর উপমা,
তোমার বুকে শান্ত-স্রোত সমাগম হরেক পাঁখি,
আটপর জোয়ার-ভাটা আসে মৃদু- লুনা পানি।
হে প্রিয় নাফ, সতত তোমারি কথা মনে পড়ে!
বাংলার সর্বদক্ষিণে অবস্থিত অপরূপ এক নদ,
প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক তুমি মোদের মান,
তোমায় পেয়ে কত ধন্য মোরা টেকনাফ- বাসি।
প্রভুর দেওয়া অসীম রহমত তুমি মোদের প্রায়,
তোমার তীরে জন্ম- আমার অনন্ত হৃষ্ট আমি।
__________________________________
এ কে এম, কামাল হোছাইন।
বাংলাদেশ পুলিশ সদস্য।
তারিখঃ- ০৮/০৫/২০২০ ইং
Leave a Reply