বিশেষ প্রতিনিধি::কক্সবাজার টেকনাফে র্যাবের অভিযানে চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
১৫ জুন রাত ১০টার দিকে কেরুনতলী ব্রীজের উত্তর পাশে কয়েকজন অবৈধ অস্ত্রধারী অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল ঘটনাস্থলে গেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ২৬নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের ৩নং সেডের বাসিন্দা মৃত ছলিমের পুত্র মোঃ শাহরুখ খান (২০) কে আটক করে।
তার দেহ তল্লাশী করে সচল ১টি ওয়ান শুটার গান, ২রাউন্ড বুলেট উদ্ধার করে। আটক ব্যক্তি এসব অবৈধ অস্ত্র ও বুলেট সংগ্রহ করে বিক্রি করে আসছে বলে স্বীকার করে।
তবে বিশ্বস্ত সূত্রে গোপন তথ্যের ভিত্তিতে এলাকাবাসীরা জানায় একই এলাকার আলকাস এবং শাহ আলম কে বিক্রি করার জন্য রোহিঙ্গা শাহরুখ খান এসেছিল।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিকে অস্ত্র ও বুলেটসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান, র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
Leave a Reply