নাছির উদ্দীন রাজ (টেকনাফ ৭১)
প্রতিটি শিশু জন্মের পর থেকে মা- বাবার কোলে আদর স্নেহে বেড়ে উঠে। বয়স বৃদ্ধির সাথে সাথে তাদের চাহিদা ও বৃদ্ধি পায়। সে বেড়ে উঠার সময়ে কিছু কিছু পরিবারে দেখায়ায় শিশুদের চাহিদা পুরন করতে না পেরে নানা কাজে ব্যবহার করেন। যা দিয়ে কিছু অর্থনৈতিক সুবিধা নেয় অভিভাবক বা শিশু পরিবার। যা তাদের অধিকার ও উন্নয়নের হস্তক্ষেপ বলে মনে করেন অনেকেই। এর পেছনের কারণ খুজঁলে বেশীর ভাগই সংসারিক দারিদ্রতা ও নিরক্ষরতা কে দোষারোপ করা যায়। যার কারণে ঐ হতদরিদ্র শিশুদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে টাকা সহ বিভিন্ন কাজের লোভ দেখিয়ে পাচার করতে ও সহজ হয়। সেই বিপথ থেকে রক্ষা করতে রোহিঙ্গা অধ্যুষিত টেকনাফে শিশু পাচার রোধ এবং শিশুর অধিকার ও উন্নয়নে জন সচেতনতা বাড়াতে এনজিও সংস্থা প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর মাধ্যমে ২৬আগষ্ট সকাল ১১ঘটিকার সময় টেকনাফ উপজেলা মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার আনন্দময় ভুমিক,একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার,এনজিও সংস্থা ইপসার প্রকল্প সমন্নয়ক রোকন উদ্দীন আহাম্মদ ও সমন্বয়ক আতিক রেজা।প্লান ইন্টার্নেশনাল বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ শাহাদাৎ হোসেন উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন।
Leave a Reply