আরাফাত সানি, শেখ রাসেল (টেকনাফ৭১)
কক্সবাজারের টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ঝিমংখালী পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে পাচারের সময় ৬০ হাজার পিস ইয়াবাসহ মোঃ হেলাল উদ্দিন নামে এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সল হাসান খান (পিএসসি) এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার ভোররাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ঝিমংখালী ৫ নম্বর স্লুইচ গেইট এলাকা দিয়ে মিয়ানমার ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে ঝিমংখালী বিওপির বিশেষ একটি টহলদল দ্রুত ওই এলাকায় গিয়ে নকুল মেম্বারের চিংড়ি ঘেরের বাধেঁর পার্শ্বে গোপনে অবস্থান নেয়।
কিছুক্ষণ পর টহলদল ৩ জন ব্যক্তিকে অন্ধকারের মধ্যে নাফনদী ঝিমংখালী ৫ নং স্লুইচ গেইট এলাকার ৪০০ মিটার। উত্তর দিক দিয়ে বেড়িবাধেঁর উপরে উঠতে দেখে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ওই ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। তখন পালিয়ে যাওয়ার সময় টহলদল ধাওয়া করে ১টি ইয়াবার বস্তা, বস্তাটি খুলে ১,৮০,০০,০০০-/ (এক কোটি আশি লাখ),টাকা মূল্যমানের ৬০ হাজার পিস ইয়াবাসহ উপজেলার হোয়াইক্যং খারাংখালী পূর্ব মহেশখালীয়া পাড়ার জালাল আহমদের ছেলে হেলাল উদ্দিন (২৬) কে আটক করতে সক্ষম হয়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন।
Leave a Reply