নাছির উদ্দীন রাজ (টেকনাফ৭১)
সারা পৃথিবীতে মানুষ নামের ব্যক্তি গুলো তিন স্থরে যাতায়াত করে স্থল,জল ও আকাশ পথে যা বিভিন্ন পন্থায় গন্তব্যে ছুটে চলা সকলের চাহিদা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে ও ব্যতিক্রম নয়। প্রয়োজনবোধে কখনো জল, স্থল ও আকাশ পথে গন্তব্যে পাড়ি জমাই মানুষ । সে যে তাহার গন্তব্যস্থলে নিরাপদ পৌঁছবে সেই নিশ্চয়তা কেউ দিতে পারে না। তার মধ্য যদি প্রশিক্ষণপ্রাপ্ত বা দক্ষ চালক না হয়, তাহলে তো বলার উপায়ই নাই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে? তাইতো যাত্রী, মালিক ও মাঝিদের সচেতনতাই পারে নিরাপদ পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে ভ্রমণপিপাসু বা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়া। তারই ধারাবাহিকতায় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন টু টেকনাফ নৌরুটে চলিত মৌসুমে যাত্রী,মালিক ও পর্যটকদের সাগরপথে নিরাপদে চলাচলের বিষয়ে ১৫ সেপ্টেম্বর বিকাল ৫ঘটিকায় এক সচেতনতামূলক সভা টেকনাফ বাংলাদেশ মায়ানমার ট্রানজিট জেটি ঘাটে অনুষ্ঠিত হয়। উক্ত সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ ও টেকনাফ কোস্টগার্ডের প্রতিনিধি,টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসাইন এবং স্থানীয় বিভিন্ন বুট মালিক ও শ্রমিক নেতারা।পরে প্রধান অতিথি গত ৪ সেপ্টেম্বর স্পিড বোট ও ট্রলার ধাক্কায় টেকনাফে নিহত তিনজনের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর রাখার আশ্বাস দেন।
Leave a Reply