“নাফের জেলের কষ্ট “
রেজাউল করিম রেজা
- নাফ তীরে তাদের বসবাস
নদী চোখের জলে,
নাফ নদীতে বাঁঁচে জীবন
মরণ তারি কোলে।
- নাফ নদীর জেলে গুলো
আজ বড়ই অসহায়,
অনাহারে না খেয়ে আছে
মাছ ধরা বন্ধ থাকায়।
- চাষাবাদের ফসলি জমিও
জন সংখ্যায় ঘেরা,
নাফ পাড়ের জেলেদের জীবন
দুঃখ কষ্টে ভরা।
- মাছ ধরিতে নাফ নদীতে
জেলে নামতে চাই,
নদীর কুলের বাহিনীরাও
জেলেদের তাড়াঁয়।
- কেউ চালায় রিকশা ভ্যান
কেউ চুল কাটে,
মাঝে মাঝে অনেকে কাঁদে
গিয়ে নদীর ঘাটে।
- এমন কষ্টে যাচ্ছে যে দিন
দেখছে না আর কেউ,
তাদের কষ্ট হয় না সহ্য
মনে দুঃখের ঢেউ।
- ৪৫ সমাপ্ত/২৫ই অক্টোবর ২০২০ইং]
———————————————-
✍ লেখকঃ রেজাউল করিম রেজা
[হ্নীলা,টেকনাফ,কক্সবাজার]
Leave a Reply