শিশির ভেজা ভোরে এ.এইচ.আবু ছিদ্দিক আরমান
শিশির ভেজা ভোরের সকালকাঁপে থরোথরোজলটি বড়োই ঠাণ্ডারে ভাইমুরগ ডাকা শুরু।
ভোর সকালে শিশির পড়েসবুজ ঘাসের গায়ে,ঊষা আসে রাঙা হেসেঝিলিক সকাল নিয়ে।
দোয়েল পাখি কিচিরমিচিরধান ঝরানো শুরু,কৃষক মামা মাঠে যাবেসঙ্গে নিবে গরু।
কুয়া আচ্ছন্ন ভোরের সকালশিশির টাপুরটুপুরপুকুরপাড়ে পায়রা গুলোবধূর পায়ে নূপুর।
পুকুর সাজে শাপলা নিয়েমাঠ সবুজে ঘেরা,মিষ্টি রোদের ঝলক পড়েসকালটি হয় সেরা।
পাড়ার ছোট ছেলেমেয়েমকতবেতে ভাইউমের কাপড় শালমুড়িয়ে কোরান বুকে যায়।
মায়ের হাতে গরম পিঠাআরো গরম খৈ,নানু আসে সবুজ ক্ষেতেসঙ্গে আনে দই।
শিশির ভেজা ভোরটি আমারভিষণ লাগে ভালো,সুর্যিমামা কিরণ ছাড়েভোরটি চলে গেল।
২৭ নভেম্বর -২০২০ ইং।
Leave a Reply