বিশেষ প্রতিবেদক,টেকনাফ
টেকনাফের হোয়াইক্যং খারাংখালীতে নুরুল্লাহ হত্যা মামলার আসামী, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন পালন করেছে নিহতের পরিবার এবং গ্রামবাসীরা। এতে চিহ্নিত খুনীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে সুবিচার নিশ্চিত করার আহবান জানানো হয়।
৩রা এপ্রিল (শনিবার) বিকাল সোয়া ৫টারদিকে উপজেলার প্রধান সড়কে হোয়াইক্যং খারাংখালী উত্তর মাথা ষ্টেশনে পূর্ব মহেশখালীয়া পাড়ার নুরুল আলম প্রকাশ লেড়ুর পুত্র নুরুল্লাহ (২৫) এর হত্যাকারী, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী, পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত আব্দুল কাদেরের পুত্র ফরিদুল আলম ফরিদ এবং সহযোগী পূর্ব মহেশখালীয়া পাড়ার জাফর আলম, নুরুল আলম, রেজাউল হোছাইন মামুন ও আব্দুল গফুরসহ সকল আসামীদের দ্রুত আইনের আওতায় আনার দাবীতে এক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
নিহতের পিতা নুরুল আলম প্রকাশ লেড়ু বলেন,ফরিদ আলমের বসত-বাড়ি মাটি দিয়ে ভরাট করার বকেয়া টাকা চাওয়ার ঘটনায় কথা কাটাকাটির জেরধরে প্রতিপক্ষ গং আমার ছেলেকে ছুরিকাঘাত করে নির্মমভাবে খুন করে। আমরা এই হত্যাকান্ডের দ্রুত বিচার চাই।
এতে নিহতের মা বিলকিস খাতুন বলেন, আমার বুকের ধনের জন্য নতুন বউ ঘরে তোলার স্বপ্ন ছিল। ঘাতকেরা সেই স্বপ্ন ছুরমার করে দিয়েছে। আমি তাদের ফাঁসি চাই।
নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম বলেন, আমার ভাইয়ের বিয়ে ছিক করা ছিল। ভাইয়ের বিয়েতে অনেক খুশি করার স্বপ্ন ছিল। খুনীরা সেই খুশিটাই মাটি করে ছিল। আমি আমার ভাইয়ের খুনীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
তৎকালীন হবু বউ জকির আহমদের মেয়ে সুমাইয়া আক্তার তামিয়া বলেন, অন্য দশজন নারীর মতো আমিও বিয়ে করে সুখের সংসার গড়ার স্বপ্ন ছিল। কিন্তু খুনীরা আমার সেই সেই স্বপ্ন ভেঙ্গে দিল। আমি সরকারের কাছে এই খুনীদের দ্রুত গ্রেফতার করে বিচারের সম্মুখীন করার আহবান জানাচ্ছি। এছাড়া এলাকাবাসী খুনী চক্র এবং তাদের অপরাধ সম্রাজ্যকে সমুলে ধ্বংস করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহবান জানাচ্ছি।
উল্লেখ্য,গত ২৮মার্চ (রবিবার) বিকাল পৌঁনে ৪টারদিকে উপজেলার নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়ায় প্রধান সড়কের পশ্চিম পাশের রাস্তায় পূর্ব মহেশখালীয়া পাড়ার নুরুল আলম প্রকাশ লেড়ুর পুত্র নুরুল্লাহ (২৫) এবং পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত আব্দুল কাদেরের পুত্র ফরিদুল আলম ফরিদ (২৮) গংয়ের সাথে কথা কাটাকাটির পরবর্তী সংঘর্ষের ঘটনায় নুরুল্লাহ ছুরিকাঘাত হয়ে ঘটনাস্থলেই নৃশংসভাবে খুন হন। ##
Leave a Reply