টেকনাফ উপজেলা প্রশাসনের ছবি প্রতিযোগিতায় অংশগ্রহন করুন
-
আপডেট সময় :
মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
-
৭১৯
বার পড়া হয়েছে

- নাছির উদ্দীন রাজ, টেকনাফ
- টেকনাফ উপজেলার প্রকৃতির অপার সৌন্দর্য তুলে ধরা এবং পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে টেকনাফের ইতিহাসে প্রথম বারের মত ছবি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। অংশগ্রহন কারি বিজয় প্রতিযোগিদের জন্য আকর্ষণীয় পুরস্কার ও সনদ পত্র দেয়া হবে।এতে আগ্রহী প্রার্থীদের অংশ গ্রহনের জন্য টেকনাফ উপজেলা প্রশাসনের কার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ করা হল। ছবির থিমঃ (টেকনাফ উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য )
- বিজয়ীদের জন্য যা থাকছে ……
- বিজয় প্রথম ৫ জনের জন্য সনদ ও আকর্ষণীয় পুরস্কার। এছাড়া ও প্রথম ২০ জনের জন্য বিশেষ পুরস্কার। ছবি পাঠানোর ইমেইলঃ unoteknafpic@gmail.com
- জমাদেয়ার শেষ তারিখ ০৫ ফেব্রুয়ারি ,২০২০ইং। প্রদর্শনের তারিখ সুবিধাজনক সময়ে ।স্থানঃঃ উপজেলা পরিষদ মিলনায়ত।
নিউজটি শেয়ার করুন..
এ জাতীয় আরো খবর
Leave a Reply