নাছির উদ্দীন রাজ, টেকনাফ
টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে হ্নীলা ইউনিয়নের রংগীখালী ৭নং ওয়ার্ডের দুদুমিয়ার পুত্র আলোচিত তৈয়ব হত্যার আসামি আবুল মঞ্জুর এর পুত্র আব্দুর রহিম ( ৩২)কে আটক করেছে। রাত ৪.৫০ ঘটিকার সময় রংগীখালী মাঠ হতে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমানের নেন্তৃন্তে এস আই রফিকুল ইসলাম রাফির সঙ্গীয় ফোর্স এক বিশেষ অভিযানে তাকে আটক করেন। আটক কৃত আব্দুর রহিম রংগীখালীর আলোচিত তৈয়ব হত্যার অন্যতম আসামি। পরে তাকে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হয়েছে। ওসি মোঃ হাফিজুর রহমান জানায়, পুলিশের চলমান অভিযানে কোন হত্যা কান্ডের আসামি, মাদক বিক্রেতা, মানব পাচার কারি বা সন্ত্রাসী কেউ বাদ যাবেনা বলে নিশ্চিত করেছেন।
Leave a Reply