নাছির উদ্দীন রাজ (টেকনাফ৭১)
টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ২ লক্ষ ৮৪ হাজার ৬শ ১০পিস ইয়াবা উদ্ধার করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভিতির মুখে ইয়াবা ব্যাবসা কমিয়ে আসলে ও রোহিঙ্গা এবং স্থানীয় সিন্ডিকেটের কারণে চিহ্নিত কিছু এলাকায় ইয়াবার অপকৌশল থামছেনা। তদন্ত প্রেক্ষিতে এসব সিন্ডিকেটের শিকড় উৎঘাটনের দাবী উঠেছে স্থানীয়দের মাঝে।
বিজিবি বলেন, ২৯ ফেব্রুয়ারি ভোররাত ৩ ঘটিকার সময় টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের লেদা বিওপির বিশেষ টহল দল মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে লেদা চুরিখাল সংলগ্ন লবণের মাঠে অবস্থান করে । তাৎক্ষণিক ৩ জন লোক ৩ টি বস্তা মাথায় নিয়ে আসার সময় চ্যালেঞ্জ করলে বস্তা ৩টি রেখে পালিয়ে যায় বস্তা বহন কারিরা। পরে ঘটনাস্থল তল্লাশী করে ৩টি বস্তা উদ্ধার করে টেকনাফ ব্যাটালিয়ন সদরে দপ্তরে নিয়ে গণনা করে ২লক্ষ ৮৪ হাজার ৬শ ১০পিস ইয়াবা পাওয়া যায়। পরে উদ্ধারকৃত ইয়াবা গুলো সাধারণ ডায়েরী করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি । প্রসঙ্গ টেকনাফ ( ২ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়সল হাসান খান বলেছেন , মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে টেকনাফ বিজিবি সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Leave a Reply