1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি ক্ষমতায় এলে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা হবে, যুব সমাবেশে – শাহজাহান চৌধুরী হ্নীলা ৬নং যুবদলের কমিটিতে মোহাম্মদ আকরাম আহবায়ক, জয়নাল আবেদিন টিপু সদস্য সচিব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, টেকনাফ বাজারে নেই কার্যত তদারকি টেকনাফের সাবরাং ইউনিয়নের শামশু আলম মেম্বার কা’রা’গা’রে লাশ গুনে গুনে ক্রসফায়ার বাণিজ্যের ভাগ নিতেন কামাল-বেনজীর টেকনাফে অপরাধ-প্রবণতা বৃদ্ধি, নিরাপত্তার ঝুকিতে স্থানীয়রা হ্নীলা দক্ষিণ সেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এডঃ রশিদুল আলম চৌধুরী টেকনাফ অপহরণ বন্ধে প্রতিবাদ ও মানব বন্ধন টেকনাফে জামায়াত কর্মীকে কোপাল আওয়ামী লীগ নেতা! থানায় মামলা প্রকাশিত সংবাদের ব্যাখা ও প্রতিবাদ

নাইক্ষ্যংছড়িতে সিমিত পরিসরে ইউ এন ও’র বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমিনুল ইসলাম,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) থেকে 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাদিয়া আফরিন কচি’র বিদায় ও নবাগত ইউ এন ও বেগম সালমা ফেরদৌস এর বরণ অনুষ্ঠান মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৬ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠিত হয়।

সালমা ফেরদৌস এর আগে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে বর্তমান ইউএনও সাদিয়া আফরিন কচিকে নৌপরিবহণ মন্ত্রণালয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে অথরাইজড অফিসার হিসেবে বদলি করা হয়।

এদিকে নতুন উপজেলা নির্বাহী অফিসার বেগম সালমা ফেরদৌস ইতিপূর্বে পেকুয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) থেকে পদায়ন হয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে তাঁকে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।
গত ২১জুন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।
অনুষ্টানে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় ইউএনও সাদিয়া আফরিন কচি ও নবাগত ইউএনও বেগম সালমা ফেরদৌসকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, ৩০তম বিসিএস প্রশাসনে নিয়োগ পাওয়া বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি নাইক্ষ্যংছড়ি উপজেলায় যোগদান করেন ২০১৮সালের ১০জুন। দীর্ঘ তিন বছরের অধিক সময় দায়িত্ব পালনকালে তিনি নিজের সৃজনশীলতা আর কর্মদক্ষতার মাধ্যমে উন্নয়নের চিহ্ন রেখে যাচ্ছেন এই উপজেলায়। বিশেষ করে উপবন পর্যটন কেন্দ্রে সৌন্দর্যের রূপ দিয়ে একটি আধুনিক পর্যটন এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। যার সুফল ভোগ করবে পুরো উপজেলা সদরের মানুষ।

এছাড়া দায়িত্বগ্রহণের পর থেকে চলমান বৈশ্বিক মহামারীর এই সময়ে প্রতিদিনই অফিস করার পাশাপাশি মানুষের অভাব-অভিযোগ পেলে জীবনের ঝুঁকি নিয়ে দূর্গম এলাকায় ছুটে গেছেন মাঠ প্রশাসনের এই কর্মকর্তা।

এদিকে নতুন ইউএনও বেগম সালমা ফেরদৌস যোগদান করায় তাকে অভিনন্দন জানান নাইক্ষ্যংছড়িবাসী। ইউএনও’র বিদায় ও বরণ অনুষ্ঠানে সভাপতিত্বকরেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ। উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যানুওন চাক,উপজেলা ভাইস- চেয়ারম্যান মংলাওয়াই মার্মা,উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান,নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার ইমন,আওয়ামীলীগ নেতা ডাঃ সিরাজুল ইসলাম নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবে , প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল হামিদ, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল ,সদস্য মাঈন উদ্দীন খালেদ , মোঃ জয়নাল আবেদীন টুক্কু, হাফিজুল ইসলাম চৌধুরী, আব্দুর রশিদ, মাহামদুল হক বাহাদুর, মোঃ ইউনুছ,মোঃ তৈয়ব উল্লাহ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দু সাত্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন মেম্বার, সাবেক কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি ইরফান মোঃ রাইহান, সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু,প্রমুখ।