1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

মা ছাড়া ঈদ যেনো’ ইঞ্জিন বিহীন গাড়ী-জাহাঙ্গীর আলম কাজল

জাহাঙ্গীর আলম কাজল:

বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত জনজীবন। যা থেকে বাদ যায়নি বাংলাদেশও। এই ভয়ঙ্কর অধ্যায় কতটা বিস্তৃত, বিধ্বংসী অস্থায়ী হবে তা খুবই অনিশ্চিত এখনো। একমাত্র মহান আল্লাহ হেফাজতের মালিক।

মা ছাড়া ঈদুল আযহা উদযাপন জীবনে এই প্রথম’ আসলে এবার সঠিক ভাবে অনুধাবন করতে পারছি ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি কাকে বলে? এই ঈদে এর কিছুই পেলাম না এবং পাচ্ছি না ।

আজ খুব বেশি মনে পড়ছে মায়ের কথা’
মা’ কেমন আছো তুমি? কতদিন,তোমাকে দেখিনা, কত দিন তোমার কন্ঠ শুনিনা, কত দিন কোনও স্পর্শ নেই তোমার!!! মা তুমি_ছিলে_কখনো_বুঝিনি_কষ্ট কি জিনিস,, মা তুমি বিহীন আমি খুবই কষ্ট পাচ্ছি।।
ভেবেছিলাম যেন তুমি থাকবেই,যতদিন আমি থাকি ততদিন – যেন এরকমই কথা ছিল। কেন তুমি আমাদের একা ফেলে চলে গেলে #মা?

মা, আমার মনে হয় তুমি আগের মত গ্রামের বাড়িতেই আছ। মা আমি গ্রামের বাড়িতে গেলেই কি সত্যিই তোমাকে পাব????
মা’ মনে পড়ছে আমার ছোট্ট সুখের গ্রামের কথা, গ্রামের প্রতিটি স্নৃতি,,,

পৃথিবীতে সন্তানের সবচেয়ে #আপন এবং সবচেয়ে #কল্যাণকামী বাবা এবং মা। সারা পৃথিবীর সবাই যদি অকল্যাণ কামনা করে তখনও মায়ের কাছে তার সন্তানই সঠিক এবং “আমার সন্তানই সবার #সেরা”। আমার মতো হতভাগাদের মতো যাদের #মা নেই একমাত্র সেই বুঝতে পারে #মায়ের_আদেশ_উপদেশ_শাসন আর
#ভালোবাসার পরশ কতোটা গুরুত্বপূর্ণ আর জীবন তরি বাইতে গিয়ে প্রতিটি ঢেউ এ ঢেউ এ কিভাবে সে তা মিস করে থাকে। জীবনের একটি কঠিন সময়ে #প্রতিটি মুহূর্ত মিস করছি মা তোমাকে অনেক মিস করছি। **ইয়া রাব্বুল আলআমিন তুমি আমার মরহুমা মাকে জান্নাতের সর্বোচ্চ স্থান ‘#জান্নাতুল_ফেরদাউস’ দান কর।
পরিশেষে মহান রাব্বুল আলামীনের নিকট একটাই চাওয়া এই পৃথিবী কে আবার সুস্থ, স্বাভাবিক, সুন্দর একটি দিন উপহার দিন। ঈদের চাঁদ যেমন ধীরে ধীরে বড় হয়ে রাতের অন্ধকার দূর করে সমস্ত পৃথিবী আলোকিত করে, তেমনি সেই আলোর মতো আলোকিত হোক আমাদের সবার জীবন।
সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক! ঘরে থাকুন, নিরাপদে থাকুন

error: Content is protected !!