1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, টেকনাফ বাজারে নেই কার্যত তদারকি টেকনাফের সাবরাং ইউনিয়নের শামশু আলম মেম্বার কা’রা’গা’রে লাশ গুনে গুনে ক্রসফায়ার বাণিজ্যের ভাগ নিতেন কামাল-বেনজীর টেকনাফে অপরাধ-প্রবণতা বৃদ্ধি, নিরাপত্তার ঝুকিতে স্থানীয়রা হ্নীলা দক্ষিণ সেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এডঃ রশিদুল আলম চৌধুরী টেকনাফ অপহরণ বন্ধে প্রতিবাদ ও মানব বন্ধন টেকনাফে জামায়াত কর্মীকে কোপাল আওয়ামী লীগ নেতা! থানায় মামলা প্রকাশিত সংবাদের ব্যাখা ও প্রতিবাদ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ টেকনাফ উপজেলা শাখার সভাপতি সাদেক হোছাইন , সম্পাদক রিদওয়ানুল হক শাহপরীর দ্বীপ স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠিত- সভাপতি-আলী, সম্পাদক-মোস্তাক

রোটার‍্যাক্ট ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ২০২১-২০২২ রোটাবর্ষের কমিটি গঠিত

টেকনাফ ৭১ ডেস্ক

প্রেস বিজ্ঞপ্তি :
‘’চলো বিশ্বকে জয় করি,
তুলে ধরি শান্তির পতাকা,
দৃষ্টিতে অবিচল আমরাই
রোটারেক্ট”।
১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীদের মাধ্যমে পরিচালিত বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব।
আন্তর্জাতিক এই বৃহৎ এই সামাজিক সংগঠনের অংশীদার রোটার‍্যাক্ট ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ২০২১-২০২২ নতুন রোটাবর্ষ পরিচালনার জন্য বোর্ড গঠিত হয়েছে।
(৩০ই জুন) বুধবার রাতে অনলাইন ওয়েবিনার এর মাধ্যমে নতুন কমিটির বোর্ড থেকে ঘোষণা করা হয়।

বর্তমান কমিটির সভাপতি রোটার‍্যাক্টর মোহাম্মদ রানার সভাপতিত্বে ক্লাবের চার্টার প্রেসিডেন্ট সিপি আতাউল হক সোহেল,আইপিপি আরিফুল ইসলাম,সেক্রেটারি মামুনুর রশিদ তানভীর এর ভার্চুয়াল উপস্থিতিতে স্পনসর ক্লাব ও বোর্ড মেম্বারদের সম্মতিক্রমে রোটার‍্যাক্টর কায়সার মাহমুদ ফাইসাল কে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট পদে রোটারেক্টর মামুনুর রশিদ তানভির,রোটার‍্যাক্টর ইমদাদুল ফারহান বাপ্পি,সেক্রেটারি পদে রোটার‍্যাক্টর ইয়ার মাহমুদ,জয়েন সেক্রেটারি পদে রোটার‍্যাক্টর সোহেল মাহমুদ, রোটার‍্যাক্টর শরিফুল ইসলাম,কোষাধ্যক্ষ পদে রোটার‍্যাক্টর আরফাত আল হিমু,যুগ্ন কোষাধ্যক্ষ রোটার‍্যাক্টর নাজিম উদ্দীন, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটার‍্যাক্টর আবদুল্লাহ আর শাহরিয়ার,ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোটার‍্যাক্টর খালেদ মাহমুদ,প্রি সার্ভিস ডিরেক্টর রোটার‍্যাক্টর আয়াতুল্লাহ, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোটার‍্যাক্টর নজরুল আনোয়ার বাপ্পি,ইনফরমেশন টেকনোলজি ডিরেক্টর রোটার‍্যাক্টর জাহেদ মাহমুদ,এডিটর রোটার‍্যাক্টর হারুনুর রশিদ,জয়েন এডিটর রোটার‍্যাক্টর কামরুল হাসান,চিফ সার্জেন্ট আর্মস রোটার‍্যাক্টর মোহাম্মদ তৌহিদ,সার্জেন্ট এট আর্মস পদে রোটার‍্যাক্টর তাহসান হামিদ ও রোটার‍্যাক্টর মেহেদি হাসান সহ ২১ সদস্য বিশিষ্ট ২০২১-২০২২ রোটাবর্ষের জন্য বোর্ড ঘোষণা করা হয়।

উল্লেখ্য ২০১৭ সালে অগস্ট মাসে যাত্রা শুরু করে ২৯শে নভেম্বর রোটারি ইন্টারন্যাশনাল থেকে অফিসিয়ালী অনুমোদন পায়। প্রতিষ্টাতা সভাপতি চার্টার প্রেসিডেন্ট রোটারেক্টর আতাউল হক সোহেল ও চার্টার সেক্রেটারি মোহাম্মদ রানার সমন্বয়ে রোটার‍্যাক্ট ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর অগ্রযাত্রা শুরু হয়। যেখানে একদল স্বপ্নবাজ তরুণদের সমন্বয়ে নানা ধরনের সমাজ সেবা মূলক কার্যক্রম চালিয়ে আসছে।

নব নির্বাচিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রোটার‍্যাক্ট ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর স্পনসর ক্লাব রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর নেতৃবৃন্দ।