বিনোদন ডেস্ক::
শিঘ্রই আসিতেছে চট্টগ্রামের জনপ্রিয় মডেল সাইফ সাহাব এবং পাপিয়া পরি’র অভিনীত সাইফ ইন্টারটেইনমেন্ট এর ব্যনারে “জীবন একটা জেল খানা” শিরোনামের মিউজিক ভিডিও। এতে মিউজিক ভিডিওতে কন্ঠ দিয়েছেন রানা চৌধুরী, সিনেমাটোগ্রাফীতে রয়েছে আরাফাত রাদিন, ও অভিনয় করেছেন সাইফ সাহাব এবং পাপিয়া পরি। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রাজিয়ন রিফাত।
পাপিয়া জানান, “জীবন একটা জেল খানা” মিউজিক ভিডিওটি দেখলেই দর্শকের মন কাটবে, এবং মিউজিক ভিডিওটি খুবই দর্শনীয় স্থানে করা হয়েছে। পাপিয়া আরো বলেন, তিনি বর্তমানে বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করছেন। দর্শকদের দোয়া ও ভালোবাসা পেলে নিয়মিত ভালো ভালো কাজ করে যাবে বলে মত প্রকাশ করেন।
Leave a Reply