মোঃ আরাফাত সানী, (টেকনাফ৭১)
নিজে সচেতন হোন অন্যকে সচেতন করুন “ঘরে থাকুন নিরাপদে থাকুন” এই স্লোগানকে সামনে রেখে করোনাভাইরাস প্রতিরোধে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে মুন্ডার ডেইল এলাকার মানব কল্যাণ একতা সংঘের নানা আয়োজনে জনসচেতনতা মূলক কর্মসূচি সম্পন্ন হয়েছে।
সারা বিশ্ব যখন মহামারী ভাইরাসের প্রভাব ঠেকাতে নিজ এলাকার সংগঠনের উদ্যোগে দোকান, মসজিদ সহ রাস্তা ঘাটে সব জায়গাতে স্থানীয়দের সচেতন করতে ব্লেসিং পাউডার ছিটানো, মার্স্ক, হ্যান্ড গেলাফ, লিফ্টলেট সাবান বিতরণ করেন৷ দোকানে দুরত্ব বজায় রাখতে ৩ ফুট দূরত্বে গোল দাগ দেয়া হয়৷
১২ এপ্রিল (সোমবার) সকাল ১১ টা থেকে ৩টা পর্যন্ত উক্ত সংগঠনের ১৫ জন্য সদস্য উপস্থিতিতে কর্মসূচি সম্পন্ন করে।
এ সময় সংগঠনের সভাপতি জিয়াবুল করিম (মুন্না), সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিক (সাইফ) সহ ১৫ জন সদস্য নিয়ে জনসচেতনতা এলাকার জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রায় ৩০০/শত পিছ মার্স্ক, ৩০ পিছ হ্যান্ড সেনিটাইজার, ৫০ পিছ হাতের গেলাফ, সেবলন সাবান ১০০ পিছ, ৩০০ পিছ লিফ্টলেট পেপার, প্রত্যেক দোকান পাটে ৩ ফুট দুরন্ত বজায় রাখতে রং দিয়ে বৃত্ত আঁকা হয়।বেস্লিং পাউডার দিয়ে নোংরা জায়গা পরিস্কার সহ দোকান মসজিদ রাস্তার গাড়িতে জীবাণু নাশক ঔষধ দেওয়া হয়।
এ সময় উক্ত সংগঠনের সভাপতি জিয়াবুল করিম (মুন্না) বলেন করোনা ভাইরাস প্রতিরোধে আমারা এই উদ্যোগ সামাজিক সংগঠনটি হাতে নিয়েছে। ভবিষ্যতে ও এরকম কর্মসূচি অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর। তাই এলাকার স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে।##
Leave a Reply