সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, (টেকনাফ৭)
রেডিও নাফে সকাল ১১টায় ইউনিসেফের সহায়তায় কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম এর ষ্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হলো সাপ্তাহিক ফোনোলাইভ অনুষ্ঠান “শিশুর হাসি”। ১২ মে এ সরাসরি অনুষ্ঠানটি রেডিও নাফের স্টুডিওতে অনুষ্ঠিত হয়। বিষয় ছিল“ করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের করণীয়। এ বিষয়ের উপরে ষ্টুডিওতে উপস্থিত থেকে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল। এমনকি অনুষ্ঠান চলাকালীন শ্রোতারা বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে অতিথিসহ আয়োজনকারী রেডিও নাফ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়। এ সময় উপস্থাপনায় ছিলেন হারুন রশিদ ও জয়া পাল হ্যাপী। সার্বিক সহযোগিতায় ছিলেন রেডিও নাফের স্টেশন ম্যানেজার মোঃ সিদ্দিক হোসেন। সহযোগিতায় ছিলেন সহকারী টেকনিশিয়ান মোঃ আলামিন হোসাইন। অনুষ্টানটির কারিগরি সহযোগীতায় ছিলেন বাংলাদেশ বেতার। রেডিও নাফের নির্বাহী পরিচালক ও বিসিআরএ’র সাধারণ সম্পাদক সৈয়দ তারিকুল ইসলাম বলেন, রেডিও নাফের সকল কর্মকর্তা কর্মচারীগণ সবসময় মানুষকে সচেতন করার জন্য আঞলিক ভাষায় অনুষ্ঠান তৈরী করে সম্প্রচার করে যাচ্ছে। আমি তাদের সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
Leave a Reply