অধরা সপণ” ওমর ফারুক রিয়াদ||
যখন থাকি তোমাদের মাঝে এই অধমের মুল্য কি বুঝ,
তবুও কেন আজ পুষ্পহাতে সেই অধমেরি খুজ
কেন আজ? আমার সমাধি অতপুষ্পে ভরা,
কার লাগি সাজাও হেথায় নব বসুন্ধরা ।
আমি শুনতে পায়-
সমাধিই রাখা পুষ্পমাঝে কালো শকুনের ডাক
আমি দেখতে পায়-
আমার অধরা সপণ লয়ে পালিয়ে যায় কাক।
পুষ্প হাতে নয়!
আমায় খুজ অধরা সেই সপণে
আমি বাস করি হেথায় নিস্তব্ধ-নির্জনে।
আমায় খুজ,জ্ঞানের ঘঘণে নভোচারীর ভেসে
খুজে নিও জ্ঞান সিন্দুর ডুবুরির দেশে
থাকিব হেথায় জ্ঞান ছড়ানো ফেরিওয়ালার ভেসে।
তোমারি সপ্নে আমার অধরা সপণ হাসে….
Leave a Reply