মোঃ আরাফাত সানী/মোঃ শেখ রাসেল :কক্সবাজার টেকনাফে সরকারি বিধি নিষেধ অমান্য করে শপিং মল, দোকান খোলা রাখা ও ক্রেতাদের স্বাস্থ্য বিধি না মেনে ঘরের বাহির হওয়ায় বিভিন্ন দোকান মালিক ও ব্যক্তিসহ ২১ টি মামলায় মোট ১,৩৯,৫০০/ টাকা জরিমানা করেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভূমি আবুল মনসুর।
কক্সবাজার জেলা প্রশাসকের নিদের্শ তোয়াক্কা না করে দিন রাতে কোন রকম স্বাস্থ্যবিধি না মেনে টেকনাফের উপরের বাজার,মদিনা ষ্টোর, ফরিদ কমপ্লেক্স, চিকন গলির বার্মিজ মাকের্ট, আলো শপিং কমপ্লেক্সের সকল দোকান সহ অনিয়মিত গলাকাটা বাণিজ্য করে যাচ্ছে,
বিশেষ করে দোকানে যে সমস্ত কর্মচারী সবার বাড়ী করোনা হটস্পট সাতকানিয়ার প্রথমে তাদের মালিকদের কে ও ব্যবসায়ী সমিতি নেতৃর্বৃন্দর সাথে দীর্ঘ ঘন্টা বৈঠক করেন নিবার্হী কর্মকর্তা সাইফুল ইসলাম ও নিবার্হী ম্যাজেষ্ট্রেট আবুল মনসুরের সাথে,বৈঠক শেষে জানানো হয় কোন দোকান খোলা হবে না,কিন্তু বৈঠক শেষ করে এসে কিছু ব্যবসায়ী সমিতির সুযোগ নিয়ে কোন রকম নিয়মনীতি বালাই না করে একটা দুইটা করে সব মার্কেট খুলে ব্যবসা শুরু দেন যার মধ্যে ছুটে আসে হাজার হাজার গ্রামাঞ্চলের নারী পুরুষরা।
যা নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে, এমন ও অনেকে টাইমলাইনে পোষ্ট করেছেন বাড়তি টাকার বিনিময়ে প্রতি দোকান থেকে ৩০০ টাকা করে আদায় করেন ব্যবসায়ী সমিতির লোকজন,পরিশেষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তার সংগীয় নৌবাহিনী, ওপুলিশবাহিনীকে নিয়ে অভিযান পরিচালনা করেন সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখা ও ক্রেতাদের স্বাস্থ্য বিধি না মেনে ঘরের বাহির হওয়ায় বিভিন্ন দোকান ও ব্যক্তিদের ২১ টি মামলায় মোট ১,৩৯,৫০০/- টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর জানান এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply