শ.ম.গফুর::সকল ভালো কাজে যার সরব উপস্থিতি এবং সম্পৃক্ততা,সে উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বালুখালীর আরোগ্য সন্তান প্রজন্মের ছাত্রনেতা ইব্রাহীম আজাদ।সে কখনো কৃষকের ধান কেটে বাড়িতে পৌছিয়ে দেয়া,কখনো অনাহারীর মুখে খাবার তুলে দেয়া,আবার কখনো করোনায় মাস্ক মানুষের মুখে পরিয়ে দেয়া,বিপদগ্রস্থ ছাত্র-ছাত্রীর পরিবারের পাশে দাড়ানো।কিংবা মানব সৃষ্ট বা প্রাকৃতিক দূর্যোগে মানবিকতায় সহযোগিতার হাত বাড়ানো ছিল তাঁর কাজ।ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বনভোজনের আয়োজন করা যেনো ইব্রাহীম আজাদের নিয়মিত কাজ।
তেমনি কবরস্থানের পরিস্কার-পরিচ্ছন্নতা রাখার প্রত্যয়ে
১২ জুন (শুক্রবার) ভোর সকালে পালংখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাস্টমস স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের কবরস্থানের জঙ্গল পরিস্কার করলেন বিশাল কর্মী বাহিনী নিয়ে।স্যালুট বাবা তোমার কাজের জন্য।মানুষ,সমাজ এবং রাষ্ট্রের কাছে ভাল ও কল্যাণকর কাজ নিয়ে বেঁচে থাকো হাজার বছর।
ইব্রাহীম আজাদের সহযোগি হিসেবে সাথে সম্পৃক্ত ছিলেন উখিয়ার ঘাট কাস্টমস ইয়াং স্টার সোসাইটি ক্লাবের সাধারণ সম্পাদক রহিম উল্লাহ,সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনজয়,মিজান,আমিন,সাদ্দাম,বাপ্পী,কামরুলসহ অনেকেই,তাদের প্রতিও কৃতজ্ঞ। সাধুবাদ জানিয়েছে উখিয়া বাসি।##
Leave a Reply