টেকনাফ ৭১ ডেস্ক::
নিজস্ব প্রতিবেদকঃ প্রত্যেক মানুষের আয়ের উপর তার মা বাবা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং সমাজের অবহেলিত জনগোষ্ঠীর হক রয়েছে। সে উপলব্ধি থেকে মানসিক রোগিদের তহবিল( মারোত) এর নিয়মিত আয়োজনের ৭৮ তম দিবসে মানসিক রোগিদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন লণ্ডন প্রবাসী ও টেকনাফ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক, বিজ্ঞান বিভাগের ৪র্থ ব্যাচের ( ১৯৯৯ – ২০০০) মেধাবী ছাত্র আবদুল্লাহ আল আমিন।
করোনাকালীন দুর্সময়ে লকডাউনের প্রেক্ষাপটে টেকনাফে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানসিক রোগিদের খাদ্যাভাবের কথা ভেবে গত ২৫ মার্চ ২০২০ ইং থেকে মানসিক রোগিদের তহবিল( মারোত) এর গৃহীত পদক্ষেপ কে স্বাগত জানিয়ে লণ্ডনে বসবাসরত মানবিক ও সমাজসেবী এই মানুষটি নিজের মনের আত্মতৃপ্তির জন্য ও তার জান্নাতবাসী প্রিয় পিতা মাতার ইছালে ছাওয়াব কামনা করে এই আয়োজনে শরীক হয়েছেন। যারা নিয়মিত শ্রম ও মেধা দিয়ে মানসিক রোগিদের জন্য এ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও তিনি মারোতের সাথে থাকার ইচ্ছা পোষণ করেন। খাবার তৈরি করা থেকে শুরু করে বিতরণ পর্যন্ত আনুষাঙ্গিক কাজে যারা অক্লান্ত পরিশ্রম করেন যাচ্ছে তাদের মধ্যে মারোতের উদ্যমী সভাপতি আবু সুফিয়ান, তরুণ প্রজমন্মে নিরংহারী ব্যক্তি জয়েন্ট সেক্রেটারী মোঃ মোবারক হোসেন ভূঁইয়া, অর্থ সম্পাদক আজিম উদ্দিন,মিরাজ উদ্দিন, শুভাকাঙ্ক্ষী মোঃ কামালহোসেন, মোঃ মোশাররফ হোসেন, একরাম, হারুনুর রশীদ, উপদেষ্টা সাইফুল হাকিম,সহ সভাপতি ঝুন্টু বড়ুয়া, সাধারণ সম্পাদক রাজু পাল, আই সি টি সম্পাদক মোঃ হোসাইন আমিরী সহ ক্ষুদে সদস্য প্রত্যয়, মুন্না,ও রিয়ার নাম উল্লেখ করে তাদের সুস্বাস্থ্য কামনা করেন। এ প্রসঙ্গে মারোতের প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল বলেন মানসিক রোগিদের জন্য এ অসময়ে কিছু করতে পেরে মহান স্রষ্টার কাছে শুকরিয়া আদায় করছি ,সেই সাথে যাদের সহযোগিতা, সহমর্মিতা আমাদের এই কার্যক্রমকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে তাদের দীর্ঘায়ূ কামনা করি। তারা যেন সুস্থ সবল দেহ মন নিয়ে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে নিয়োজিত থাকতে পারেন। স্রষ্টা যেন সামাজিক এ মানুষ গুলোর সহায় হোন।###
Leave a Reply