আমিরুল ইসলাম মো:রাশেদ :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে কক্সবাজারের রামুতে কক্সবাজার উত্তর বনবিভাগের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে প্রায় ৩০ হাজার বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই ) বেলা ১২ টার দিকে উপজেলা প্রশাসন চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজার ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। এর আগে তিনি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে গাছের চারা তুলে দেন।
প্রধান অতিথি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশকে সবুজায়ুন করতে বনবিভাগের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান করেন।
কক্সবাজার উত্তর বনবিভাগের বাঁঘখালী রেঞ্জ কর্মকর্তা আতা এলাহীর সার্বিক তত্ত্বাবধানে উক্ত কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা, বনবিভাগের সদর কর্মকর্তা এমদাদুল হক সহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভাগীয় বনকর্মকর্তা তৌহিদুর রহমান জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বনবিভাগের আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির এসব গাছের চারা পর্যক্রমে বিতরণ করা হবে।
Leave a Reply