মোঃ শেখ রাসেল (টেকনাফ৭১)
গাছ লাগান,পরিবেশ বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে। রোহিঙ্গা কতৃক উজাড়কৃত বনভূমির ক্ষতিপূরণ হিসেবে ও পৃথিবীর ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করেন হ্নীলা ইউনিয়নের ব্যতিক্রমধর্মী সমাজসেবামুলক সংগঠন পানখালী ইসলামী সমাজকল্যাণ ফাউন্ডেশন। পশ্চিম পানখালী ঈদগাহ্ ময়দান পার্শবর্তী রাস্তার পাশে জুমার নামাজের পর গাছের চারা রোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন পানখালীর প্রবিণ মুরব্বি আলি আহম্মদ,হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু ও বিশিষ্ট সমাজসেবক তোফাইল আহম্মদ কোম্পানি।এসময় আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি হামিদ হোছাইন হেভি,সহ-সভাপতি আজিজুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ ঈসা খাঁন,প্রচার সম্পাদক মোহাম্মদ ত্বহা,মোহাম্মদ জিহান,সৈয়দ হোছাইন,মোহাম্মদ জুবাইর,নুরুল আমিন,মোহাম্মদ ইউনুছ,মিজানুর রহমান তানিম সহ আরো অনেকে। এসময় সকলে তিনটি করে গাছ লাগার প্রতিশ্রুতি দেন এবং গাছ লাগার জন্য উৎসাহিত করা হয়।
Leave a Reply