
বার্তা বাহক (টেকনাফ৭১)
রংগীখালী ইসলামিক সেন্টার এর পক্ষ হতে এতিমখানার এতিম ছাত্র/ছাত্রীদের শিক্ষা ও খাদ্য সমগ্রী বিতরণ করা হয়েছে।১৪ সেপ্টেম্বর সকাল ১০ঘটিকায় রংগীখালী দারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রধান ভবনের নিচে এতিম ছাত্র /ছাত্রীদের মাঝে উক্ত সামগ্রীসমূহ বিতরণ করা হয়। এতিম ছাত্র-ছাত্রীরাও করুণা কালীন সময়ে সহযোগিতা হাতে পেয়ে অনেক খুশি।এসময় উপস্থিত ছিলেন, ইসলামিক সেন্টার এতিমখানা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা কামাল হোসাইন, সাধারণ সম্পাদক মাস্টার জাফর আলম, রংগীখালী ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আক্তার হোসেন ফারুকী, মাস্টার উমর হাকিম, নূরানী বিভাগের প্রধান সহ আরো অনেকে।
Leave a Reply