প্রেস বিজ্ঞপ্তি
টেকনাফে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে কর্মরত (এপিবিএন) আর্মড পুলিশ সদস্যদের হাতে ধরা পড়েছে শীর্ষ রোহিঙ্গা ডাকাত সালমান শাহ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও ইয়াবা।
গোপন সংবাদের ভিত্তিতে শালমান শাহ নিজ বাড়িতে অবস্থান করছিল খবর পেয়ে পুলিশ (এপিবিএন)অভিযান পরিচালনা করেন। তথ্য অনুযায়ী ৩০ অক্টোবর শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় টেকনাফ হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা রেজিস্ট্রার ক্যাম্পে দায়িত্বরত (এপিবিএন) পুলিশ ইন্সপেক্টর রাকিবুল ইসলামের নেতৃত্বে আর্মড পুলিশের একটি দল অভিযান চালিয়ে সালমান শাহকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সে দক্ষিণ লেদা এলাকার সোনা মিয়ার পুত্র বলে জানিয়েছেন পুলিশ।
এসময় তার বসত বাড়ীতে তল্লাশী চালিয়ে দেশীয় তৈরী ২টি দা ,৪ হাজার ইয়াবা উদ্ধার করতে করেন।
এ সত্যতা নিশ্চিত করে ১৬ (এপিবিএন) আর্মড পুলিশে দায়িত্ব রত ইনেসপেক্টর রাকিবুল ইসলাম। তিনি বলেন , আটক রোহিঙ্গা ডাকাত সালমান শাহ বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply